West Bengal: আশাকর্মী পদে নিয়োগ দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা

বাংলায় (West Bengal) নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তোলপাড়৷ আদালতের নির্দেশে কয়েক হাজার কর্মপ্রার্থীদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে৷ এরই মধ্যে আশা কর্মী পদে নিয়োগ নিয়েও অভিযোগ উঠল৷

Asha workers

বাংলায় (West Bengal) নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তোলপাড়৷ আদালতের নির্দেশে কয়েক হাজার কর্মপ্রার্থীদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে৷ এরই মধ্যে আশা কর্মী পদে নিয়োগ নিয়েও অভিযোগ উঠল৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানিনগর-২ নম্বর ব্লকের নটিয়ালে। যোগ্যতার মাপকাঠিতে নিজেকে যোগ্য বলে দাবি করছেন এক চাকরি প্রার্থী। তাঁর অভিযোগ, সমস্ত যোগ্যতা থাকার পরেও তাঁর সঙ্গে বঞ্চনা করা হয়েছে৷ তাই কলকাতা হাইকোর্টে পিটিশন জমা করেছেন তিনি৷

Advertisements

ওই মামলাকারীর অভিযোগ, কিছুদিন আগেই রাজ্য সরকার নোটিফিকেশন জারি করে রানিনগর-২ নম্বর ব্লকের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মী নিয়োগ করে। নোটিফিকেশনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল, যোগ্য প্রার্থী নির্বাচনে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বর যোগ্যতার মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। কিন্তু সেটা না মেনে বেমালুম অন্য একজনকে সেই পদে নিয়োগ করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলাকারী জিবন্নেশা খাতুনের অভিযোগ, তাঁর জায়গায় শর্মিষ্ঠা দাস নামে এক মহিলাকে নিয়োগ করা হয়েছে। জিবন্নেশার আইনজীবী বলেন, জিবন্নেশা খাতুনের মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৫১০। কিন্তু ইন্টারভিউ স্কোর সিটে তার নম্বর কমিয়ে ৪৭৩ দেখানো হয়েছে। এর ফলে যোগ্য হওয়া সত্ত্বেও বঞ্চিত হয়েছেন জিবন্নেশা খাতুন৷ তাই যোগ্য পদের দাবিতে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছেন জিবন্নেশার আইনজীবী। যদিও এবিষয়ে স্বাস্থ্য দফতরের তরফে কোনও বক্তব্য মেলেনি। বিষয়টি বিচারাধীন বলেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে।