Uttar 24 Pargana: ফুচকা খেয়ে হাসপাতালে ভর্তি ৮০ জন

ফুচকায় বিষক্রিয়ার জেরে অসুস্থ বহু। উত্তর ২৪ পরগণার হাড়োয়ার নোয়াপাড়া এলাকায় ভয় ছড়িয়েছে। অসু্স্থ হয়ে পড়লেন এলাকার বাসিন্দারা। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালেও ভর্তি…

Uttar 24 Pargana: ফুচকা খেয়ে হাসপাতালে ভর্তি ৮০ জন

ফুচকায় বিষক্রিয়ার জেরে অসুস্থ বহু। উত্তর ২৪ পরগণার হাড়োয়ার নোয়াপাড়া এলাকায় ভয় ছড়িয়েছে। অসু্স্থ হয়ে পড়লেন এলাকার বাসিন্দারা। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালেও ভর্তি করা হয়েছে।

নোয়াপাড়া এলাকায় এক ফুচকাওয়ালা রয়েছে। যার কাছ থেকে অনেকেই ফুচকা খেয়েছিলেন। তারপর সময় যত গড়িয়েছে একে একে অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার গভীর রাত পর্যন্ত খাদ্যে বিষক্রিয়ায় ৮০ জন অসুস্থ হয়ে পড়েন। পেট ব্যথা, বমি–সহ নানা উপসর্গ দেখা দিয়েছে।

হাসপাতাল সূত্রে খবর বেশিরভাগ মানুষ খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের স্যালাইন চলছে। পরীক্ষা–নিরীক্ষাও করা হচ্ছে। খবর নিতে হাড়োয়া থানার পুলিশও হাসপাতালে এসেছিল।

Advertisements

মঙ্গলবার সকাল থেকে অসুস্থার সংখ্যা বাড়তে শুরু করেছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর অনেকে বেশি করে অসুস্থ হয়ে পড়েছেন।