লোকসভা নির্বাচনের আগে থেকেই ঘুম উড়ছে বীরভূমবাসীর, উদ্ধার প্রায় ৭৭টি তাজা বোমা

বীরভূম: লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন ঘুম উড়ছে বীরভূমবাসীর৷ সোমবারের পর মঙ্গলবারেও৷ উদ্ধার হচ্ছে একের পর এক তাজা বোমা৷ এদিন পর পর দুটি…

বীরভূম: লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন ঘুম উড়ছে বীরভূমবাসীর৷ সোমবারের পর মঙ্গলবারেও৷ উদ্ধার হচ্ছে একের পর এক তাজা বোমা৷ এদিন পর পর দুটি জায়গা থেকে প্রায় ৭৭টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ৷ আতঙ্কে দিন কাটচ্ছে গ্রামবাসীদের৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বীরভূমের কীর্ণাহার থানা এলাকায় একটি জঙ্গলে দুটো হলুদ ড্রাম দেখতে পায় স্থানীয়রা৷ সন্দেহ হওয়ায় খবর দেয় থানায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘিরে ফেলে জঙ্গলটি৷ উদ্ধার করে তাজা বোমাগুলি৷ খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে৷ নিষ্ক্রিয় করা হয় বোমাগুলি৷ উদ্ধার হয়েছে প্রায় ৫০টি তাজা বোমা৷

অন্যদিকে, দুবরাজপুরের গাঁড়া-পদুমা গ্ৰামের বাঁশ ঝাড়ে উদ্ধার হয় বোমা ভর্তি ব্যাগ৷ খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি সকেট বোমা সহ মোট ২৭টি তাজা বোমা উদ্ধার করে৷ নিষ্ক্রিয় করা হয় বোমাগুলি। ঘটনাদুটি প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকাগুলিতে৷

এতগুলি বোমা কোথা থেকে তা খতিয়ে দেখছে কীর্ণাহার ও দুবরাজপুর থানার পুলিশ৷ সেই সঙ্গে এই ঘটনাদুটিতে কোনো রাজনৈতিক যোগ আছে কি তা তদন্ত করে দেখছে পুলিশ৷ স্থানীয়দের কথায়, লোকসভা নির্বাচনের দিন এখন ঘোষণা হয়নি৷ তার আগেই দিকে দিকে এতো তাজা বোমা উদ্ধার হচ্ছে৷ ভোটের সময় গ্রামবাসীদের কি হবে সেটা ভেবেই রাতের ঘুম উড়েছে৷

গত ২৪ ফেব্রুয়ারি বীরভূমের পারুই থানার অন্তর্গত মহুলা ও যাদবপুর গ্রামের একটি খালে তাজা বোমা উদ্ধার হয়৷ এরপর সোমবার লাভপুর থানার অন্তর্গত গোপালপুর গ্রামের কাছে একটি জমির মধ্যে ড্রামে ভর্তি করা বোমা খুঁজে পায় পুলিশ৷ প্রায় কুড়িটি বোমা রাখা ছিল সেখানে৷ এরপর ফের আজ অর্থাৎ মঙ্গলবার উদ্ধার হল তাজা বোমা৷