Cyber Fraud: বাংলায় বসে ভিন রাজ্যে সাইবার জালিয়াতি, টিটাগড় থেকে ধৃত ৬

সপ্তাহখানেক আগেই পূর্ব মেদিনীপুর থেকে বেঙ্গালুরু রামেশ্বর ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে এনআইএ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বাংলায় বড়সড় সাইবার জালিয়াতির…

WB-Police

সপ্তাহখানেক আগেই পূর্ব মেদিনীপুর থেকে বেঙ্গালুরু রামেশ্বর ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে এনআইএ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বাংলায় বড়সড় সাইবার জালিয়াতির (Cyber Fraud) পর্দাফাঁস করল পুলিশ। বাংলায় ঘাঁটি গেড়ে বেশ কয়েকজন দক্ষিণের রাজ্যগুলিতে প্রতারণাচক্র চালাচ্ছিল। তাদের গ্রেফতার করেছে পুলিশ।

গোটা ঘটনার কথা এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। এক্সে পশ্চিমবঙ্গ পুলিশ লিখেছে, ঘাঁটি বাংলায়, কিন্তু নিশানায় তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ। সহজ প্রক্রিয়ায় জালিয়াতি। দুই রাজ্যেই বেছে বেছে বিশেষ একটি অনলাইন বিপণির গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা, তাঁদের বাইক বা গাড়ি জেতার লোভ দেখানো, এবং সেই অজুহাতে টাকা আদায় করা।

সূত্রের খবর এবং একাধিক অভিযোগের ভিত্তিতে ব্যারাকপুর সাইবার থানা ও টিটাগড় থানার যৌথ প্রচেষ্টায় টিটাগড়ের নোনা চন্দনপুকুর এলাকা থেকে দিনদুয়েক আগে গ্রেফতার করা হয়েছে এক ভুয়ো কল সেন্টারের ৬ জন সদস্যকে, যাদের মধ্যে ৫ জন মহিলা।

এক্স হ্যান্ডেলে পুলিশ লিখেছে, এদেরই পরিচালনায় রমরমিয়ে চলছিল প্রতারণা চক্র। উদ্ধার হয়েছে বহুসংখ্যক হ্যান্ডসেট, ভুয়ো সিম কার্ড, এবং নথিপত্র। কেন তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ, পাওয়া গিয়েছে সেই উত্তরও। ধৃত সকলেই টিটাগড়ের তেলুগুপাড়ার বাসিন্দা, সুতরাং তেলুগুভাষীরাই সবচেয়ে সহজ ‘শিকার’।