Panchayat Election: ‘এক ফোনে বাহিনী’তে পঞ্চায়েত ভোটে সরাসরি আধাসেনাকে অভিযোগ

নজিরবিহীন সিদ্ধান্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয় যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষ তাদের সমস্যার কথা বা অভিযোগ…

নজিরবিহীন সিদ্ধান্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয় যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষ তাদের সমস্যার কথা বা অভিযোগ জানাতে পারবেন আধাসেনা কমান্ডারকে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সমস্ত কমান্ডারদের নম্বর শেযার করা হবে।

পঞ্চায়েতে যেকোনও রকমের অশান্তি রুখতে তৎপর স্বরাষ্ট্রমন্ত্রক। এবার স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী ভোটার-প্রার্থীদের কোন অভিযোগ থাকলে সরাসরি কমান্ডরদের ফোন করে অভিযোগ জানানো যাবে। নাম দেওয়া হয়েছে ‘এক ফোনে বাহিনী’। ইতিমধ্যেই জেলা-ভিত্তিক কমান্ডারদের ফোন নম্বর প্রকাশ করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে থানার অধীনে থাকবে না বাহিনী। আধাসেনা নিজের মত করে ব্যবস্থা নেবে, যা এতদিন জেলা পুলিশ নিত। গত কয়েকদিন ধরেই জেলায় জেলায় মনোনয়নকে কেন্দ্র করে অশ্তান্তির ছবি অব্যাহত। গত ১৫ দিতে চলে গিয়েছে ৯ টি তরতাজা প্রাণ।

আজই কেন্দ্রীয় মন্ত্রক প্রথম দফায় রাজ্যে ৩১৫ কোম্পানি বাহিনী বরাদ্দ করেছে পঞ্চায়েত নির্বাচনের জন্যে। একটি বিজ্ঞপ্তি জারি করে বাহিনীর সংখ্যা জানানো হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রের কাছে মোট ৮২২ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছিল। বাকি বাহিনী খুব তাড়াতড়ি বরাদ্দ করা হবে বলেই জানা গিয়েছে।

আগামী ৮ জুলাই এক দফায় হবে গ্রাম-বাংলার ভোট পর্ব। তার আগেই রাজ্যে দফায় দফায় বাহিনী আসবে। তা ছাড়াও অন্য রাজ্য থেকে আসবে স্পেশাল আর্মড পুলিশ।