BJP: বড়দিনেই বড় ধসের শুরু? ৫ বিধায়ক যাবেন কি থাকবেন?

News Desk: ধসাতঙ্ক এতটাই যে রাজ্য বিজেপি নেতারা কিছুতেই মুখ খুলতে চাইছেন না। সবার মনেই আতঙ্ক, তথাগত রায়ের ভবিষ্যৎবাণী মিলতে শুরু করেছে। এবার কী হবে?…

Alipurduar, Siliguri, Darjeeling, BJP, TMC

News Desk: ধসাতঙ্ক এতটাই যে রাজ্য বিজেপি নেতারা কিছুতেই মুখ খুলতে চাইছেন না। সবার মনেই আতঙ্ক, তথাগত রায়ের ভবিষ্যৎবাণী মিলতে শুরু করেছে। এবার কী হবে? প্রবল উত্তেজনা উত্তর ২৪ পরগনা ও নদিয়ার জেলা রাজনীতিতে। সেই রেশ ছড়িয়েছে রাজ্য জুড়ে।

দুই জেলার ৫ বিজেপি বিধায়ক পরপর দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন। তাঁরা কিছুতেই মুখ খুলতে চাইছেন না। দলীয় সংশ্রব ত্যাগের পথে উত্তর ২৪ পরগনার বনগাঁ উত্তর, গাইঘাটা, হরিণঘাটার বিধায়করা। একইভাবে নদিয়ার কল্যাণী ও রানাঘাটের বিধায়করা ছেড়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ।

হিমশৈলের মতো বিপদ সংকেত পাচ্ছেন রাজ্য বিজেপি নেতারা। তাঁদের আশঙ্কা, আরও অন্তত ডজন খানেক বিধায়ক বিদ্রোহী হতে চলেছেন।

কী বলছেন বিদ্রোহীরা ? সরাসরি মুখ না খুললেও দুই জেলার এই দলীয় হোয়াটসঅ্যাপ ত্যাগী বিধায়কদের অভিযোগ, মতুয়া প্রতিনিধি নেই কেন বিজেপি রাজ্য কমিটিতে? মতুয়া রাজনীতির কারণেই উত্তর ২৪ পরগনায় বিরাট শক্তি নিয়ে এসেছে বিজেপি। অথচ তাদের প্রতি ন্যুনতম সহানুভূতি নেই এখন।

তবে দুই জেলার রাজনৈতিক অন্দরমহলের গুঞ্জন, কলকাতা পুরনিগমের ভোটে বিজেপির ভরাডুবি ও বামফ্রন্টের উত্থানে বিভিন্ন জেলার রাজনীতিতে লেগেছে ধাক্কা। আসন্ন ৫টি পুরনিগম ও পৌর ভোটে এর প্রভাব পড়তে চলেছে। বিধায়কদের সঙ্গে তৃণমূলের খাতির বেশ বলেই গুঞ্জন।

বিধানসভায় বিরোধী দল বিজেপি যে অচিরেই প্রান্তিক দলে পরিণত হবে তার ইঙ্গিত দিয়েছেন তথাগত রায়। সেই বিস্ফোরক টুইটের পর রাজ্য জুড়ে বিজেপি শিবির সরগরম। প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন রাজ্য নেতা সায়ন্তন বসু। তাঁর সঙ্গে টিএমসির ঘনিষ্ঠতা বেড়েছে। এবার পাঁচ বিধায়ক একই পথে।