রক্তে বিষ! সেপসিসে পরপর মৃত্যু বসিরহাটে

DEATH

ডেঙ্গু আতঙ্কের মধ্যেই নতুন রোগের হদিস বসিরহাটে। নয়া রোগের নাম সেপসিস (Sepsis)। সেপসিস বা রক্তে বিষক্রিয়ায় ইতিমধ্যেই বসিরহাটে মৃত্যু হয়েছে ৩ জনের। তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। গত ১৪ সেপ্টেম্বর বসিরহাটের বাদুড়িয়া ব্লকের কাটিয়াহাট গ্রামের তারাভান বিবি রক্ত জমা সমস্যা নিয়ে ভর্তি হন বেলেঘাটা আইডি হাসপাতালে। ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসাবে উল্লেখ করা হয় ‘সেপসিস’ বলে।

সেপ্টেম্বরেই আরও দুজনের মৃত্যু হয় সেপসিসে। মৃত দুজন বসিরহাটের সন্দেশখালি ও হাড়োয়ার বাসিন্দা। একজন (রহিলা বিবি) সন্দেশখালি ২ নং ব্লকের জেলিয়াখালির এবং আরেকজন হাড়োয়া ব্লকের খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের খাড়ুবালার বাসিন্দা রহমান মোল্লা। ৩ জনের মৃত্যুই হয়েছে বেলেঘাটা আইডিতে এবং তিন জনই বসিরহাটের বাসিন্দা।

   

প্রাণঘাতী রোগ সেপসিস। সেপসিস সংক্রমণ হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। অনেকসময় সংক্রমণের প্রতিক্রিয়া হিসাবে রোগ-প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং এর ফলে শরীরের কোষগুলির ক্ষতি করে। সেপসিস সংক্রমণ রক্তচাপ কমায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন