HomeWest BengalBJP: পুরভোটের আগেই বিরাট ধস দিলীপ ঘোষের খাস এলাকায়

BJP: পুরভোটের আগেই বিরাট ধস দিলীপ ঘোষের খাস এলাকায়

- Advertisement -

বিধায়ক হিরন (Hiran Chatterjee) ও সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh) মধ্যে মুখ দেখাদেখি বন্ধ। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে হুড়মুড়িয়ে ভাঙতে শুরু করল বিজেপি। তৃণমূলে যোগ দিলেন বিজেপি যুব মোর্চার ২০০ জন সদস্য। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ খড়গপুরে থাকাকালীনই এই দলবদল ঘটে বলে জানা গিয়েছে। পুরভোটের আবহে এহেন ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে বঙ্গ গেরুয়া শিবির।

তৃণমূলের হুঁশিয়ারি, ‘দিলীপ ঘোষ খড়গপুরে এলেই দল ছাড়বেন একাধিক বিজেপি কর্মী।’ এদিকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। দিলীপের বক্তব্য, ‘ভয় দেখিয়ে দলবদল করাচ্ছে তৃণমূল। পুলিশ যদি নিজের সীমা পাড় করে তাহলে বিজেপিও সব সীমা ছাড়িয়ে যাবে। প্রয়োজন হলে আবারও টাউন থানা ঘেরাও করব।’

   

তিনি আরও বলেন, ‘পুলিশের এই যে অত্যাচার, তার থেকে মানুষকে মুক্ত করার জন্য আমরা সকলকে নিয়ে আন্দোলন করব।’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular