ধসে গেল সুড়ঙ্গ, গুহায় আটকে একাধিক শ্রমিক

চাঞ্চল্যকর ঘটনা ঘটল মধ্যপ্রদেশের কাটনিতে। সুড়ঙ্গে নেমে এল ধস। ধ্বংসস্তূপে আটকে গেলেন একাধিক শ্রমিক। সুড়ঙ্গ খোঁড়ার সময় ধস নামে বলে জানা গিয়েছে, হু হু করে…

চাঞ্চল্যকর ঘটনা ঘটল মধ্যপ্রদেশের কাটনিতে। সুড়ঙ্গে নেমে এল ধস। ধ্বংসস্তূপে আটকে গেলেন একাধিক শ্রমিক। সুড়ঙ্গ খোঁড়ার সময় ধস নামে বলে জানা গিয়েছে, হু হু করে ঢুকতে থাকে জল। এদিকে খবর পেয়ে দ্রুত জবলপুর ও ভোপাল থেকে ঘটনাস্থলে পৌঁছায় এনডিআরএফ-এর একটি দল।

শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রায় ১০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ৫ শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ।

   

প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, সুড়ঙ্গ ধসে আটকে পড়া ৯ জন শ্রমিকের মধ্যে ৫ জনকে উদ্ধার করা হয়েছে; ৪ জনকে এখনও উদ্ধার করা যায়নি। ঘটনাস্থলে এসডিআরএফ টিম আছে।” এদিকে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান স্লিমানাবাদের এই ঘটনার কথা স্বীকার করেছেন। ইতিমধ্যে ঘটনার বিষয়ে জেলাশাসকের সঙ্গে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। আহতদের সঠিক চিকিৎসার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।