Raiganj: খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ বছরের শিশুর

মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল রায়গঞ্জের তিলনা গ্রাম। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ২ বছর বয়সের শিশুর। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার নওদা গ্রাম পঞ্চায়েতের…

Raiganj PS

মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল রায়গঞ্জের তিলনা গ্রাম। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ২ বছর বয়সের শিশুর। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার নওদা গ্রাম পঞ্চায়েতের তিলনা গ্রামে। জানা গিয়েছে মৃত শিশুর নাম বৈজন্তী বর্মন ওরফে মাম্পি।

ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে বাড়ির পিছনের জঙ্গলে পড়েছিল। বিকেলে খেলার সময় ছোট্ট মাম্পি সেই তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর তাকি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

   

শোকাতুর শিশুর বাবা নারায়ণ বর্মন জানান,”গতকাল রাতে ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে বাড়ির পিছনের জঙ্গলে পড়েছিল। সেটা আমরা লক্ষ্য করিনি। এদিন বিকেলে খেলতে খেলতে সেই তারের সংস্পর্শে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় মেয়ে।“

নারায়ণ বর্মন আরও জানান, “দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর দেখি, মেয়ে অজ্ঞান অবস্থায় বাড়ির পিছনে পড়ে আছে। এরপর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মেয়েকে উদ্ধার করে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।“

জানা গিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় হেমতাবাদ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।