Earthquake: ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, দিল্লি সংলগ্ল এলাকা

জোরালো ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল আফগানিস্তান। তার প্রভাব পড়ল জম্মু ও কাশ্মীর থেকে দিল্লি-সহ সংলগ্ন NCR অঞ্চলে। রবিবার সকালে যখন নতুন সংসদ ভবন উদ্বোধন হচ্ছে,…

Earthquake delhi

জোরালো ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল আফগানিস্তান। তার প্রভাব পড়ল জম্মু ও কাশ্মীর থেকে দিল্লি-সহ সংলগ্ন NCR অঞ্চলে। রবিবার সকালে যখন নতুন সংসদ ভবন উদ্বোধন হচ্ছে, সেই সময়ই কেঁপে ওঠে রাজধানী-সহ সংলগ্ন অঞ্চল। যদিও নতুন সংসদ ভবন ভূমিকম্প-রোধক এবং দিল্লি ও সংলগ্ন অঞ্চলে কম্পনের তীব্রতা কম থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভূমিকম্পের উত্‍সস্থল আফগানিস্তানের ফৈয়াজবাদের দক্ষিণ-পূর্ব থেকে ৭০ কিলোমিটার দূরে।

   

সকাল ১০টা ১৯ মিনিট নাগাদ জোরাল ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। কম্পন অনুভূত হয়েছে পাকিস্তান, শ্রীনগর এবং জম্মু-কাশ্মীরের পুঞ্চ, দিল্লি-এনসিআর, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়েও।