Malda: ভারত-বাংলাদেশ চেকপোস্টের দুই কর্মীর আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি, অবশেষে পুলিশের জালে

সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়ে চলেছে আগ্নেয়াস্ত্র। বিতর্কের মুখে রাজ্য প্রশাসন। এবার সোশ্যাল মিডিয়ায় আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট করায় গ্রেফতার হলো দুই যুবক।…

সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়ে চলেছে আগ্নেয়াস্ত্র। বিতর্কের মুখে রাজ্য প্রশাসন। এবার সোশ্যাল মিডিয়ায় আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট করায় গ্রেফতার হলো দুই যুবক। একজনের হাতে বন্দুক, আরেকজনের গলায় ঝুলছে গুলি। দুজনই ভারত-বাংলাদেশ মহদিপুর সীমান্ত পার্কিং লটের কর্মী।

মালদার ইংরেজবাজার থেকে গ্রেফতার করা হয়েছে দুই যুবককে। উদ্ধার করা হয়েছে একটি পাইপগান ও গুলি। জিজ্ঞাসাবাদ চলছে। জানা গিয়েছে, দুই যুবকের একজনের বয়স ১৮ বছর, অন্যজনের বয়স ১৯ বছর।তারা পাইপগান গলায় গুলির লকেট ঝুলিয়ে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি পুলিশের নজরে আসতেই তল্লাশি শুরু হয়। দুজনেই ইংরেজবাজার এলাকার বাসিন্দা।

কোথা থেকে এই দুই অভিযুক্ত পাইপগান ও গুলি পেয়েছে? কারা তাদের এই আগ্নেয় অস্ত্র সাপ্লাই দিয়েছে? এগুলি দিয়ে তারা কি করতে চেয়েছিল? সমস্ত কিছুই তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। একই সঙ্গে তদন্ত শুরু করা হয়েছে, কী কারণে এই দুই যুবক সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিল।

জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে মহদীপুরে যে পার্কিং রয়েছে সেই পার্কিং লটের কর্মী এই দুই যুবক। এক দুই যুবককে মালদা জেলা আদালতে তোলা হয়েছিল। সেখানে আর্জি জানানো হয়েছে, দুই যুবককে পুলিশি হেফাজতে নেওয়ার জন্য।