Visva Bharati Land Dispute: বিশ্বভারতীর জমি বিতর্কে অমর্ত্য সেনের পাশে ১২০ বিশিষ্টজন

Election Commission Officials Inspect Amartya Sen’s Bolpur House
Election Commission Officials Inspect Amartya Sen’s Bolpur House

বিশ্বভারতীর জমি বিতর্কের (Visva Bharati Land Dispute) মধ্যেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য (Amartya Sen) সেনের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্টজনরা।  বিশ্বভারতীর আচার্য তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে খোলা চিঠি লিখেছেন তাঁরা। বিশ্বভারতী কর্তৃপক্ষ যাতে নোবেলজয়ীকে জমি ইস্যুতে হেনস্থা না করে, সেই আবেদন জানিয়েছেন বিশিষ্টজনরা।

খোলা চিঠিতে সাক্ষরকারী বিশিষ্টজনদের বক্তব্য, অমর্ত্য সেন যে জায়গাটিতে বসবাস করছেন, সেটি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এবং বিশ্বভারতী তাঁকে পৈতৃক বাড়ি থেকে উচ্ছেদ করতে চাইছে।

Advertisements

খোলা চিঠিতে সই রয়েছে শিক্ষাবিদ পবিত্র সরকার, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, বিপ্লব চট্টোপাধ্যায়, লেখক ভগীরথ মিশ্র, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, কবি মন্দাক্রাতা সেন এবং অশোক মুখোপাধ্যায়ের মতো নাট্যব্যক্তিত্বের।

   

বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, বিশ্বভারতীর জমি বেআইনিভাবে দখল করে রেখেছেন নোবেলজয়ী। ওই জমি ৬ মে-র মধ্যে ছেড়ে দিতে বলা হয়েছে। অমর্ত্য সেনও জানিয়ে দিয়েছেন, ওই জমি সংক্রান্ত নথি তাঁর কাছে রয়েছে।

বিশ্বভারতীর জমি বিতর্ক নিয়ে প্রধানমন্ত্রীকে বিশিষ্টজনদের খোলা চিঠি দেওয়ার সমালোচনা করেছেন বিজেপি নেতা অমিত মালব্য।বিশিষ্ট জনদের নিয়ে সমালোচনায় করে তিনি বলেছেন, ‘কার কথায় বিবৃতিতে সই ১২০ বিশিষ্টজনের?’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements