পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা পুলিশ প্রশাসন রামনগরে বিপুল পরিমানে বাজি ও বাজি তৈরির মশলা সহ এক অভিযুক্তকে পাকড়াও করেছে।জেলা পুলিশে বড়সড় সাফল্য বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। পূর্ব মেদিনীপুর জেলার এগরায় খাদিকুল ও ভগবানপুরে নাড়ুয়াভিলা গ্রামের ভয়াবহ বাজি বিস্ফোরণের একাধিক মৃত্যু হয়েছিল। এরপরেও জেলায় বেআইনি বাজি ব্যবসার রমরমা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগরায় খাদিকুলে ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন। অবৈধ বাজি কারখানার বন্ধের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
শনিবার সন্ধ্যায় দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের রামনগরের ঠিকরা মোড়ে কাছে পুলিশের নাকা চেকিং দু’গাড়ি বাজি ও বাজি তৈরির মশলা উদ্ধার করল রামনগর থানার পুলিশ। পাশাপাশি কল্যান বেরা’কে নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। রবিবার ধৃতকে কাঁথি আদালতে পাঠাবে পুলিশ।
জানাগেছে, শনিবার রাত্রী ৮ টা নাগাদ দুটি গাড়িতে করে বাজি তৈরির মশলা ও বাজি নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ডিএসপি রথীন্দ্রনাথ বিশ্বাস, রামনগর থানা ওসি সহ একাধিক পুলিশ বাহিনী নাকা চেকিং শুরু করেন। তখনই দুটি গাড়ি আছে। বিপুল পরিমানে বাজি ও বাজি তৈরি মশলা বাজেয়াপ্ত করে।সেই সঙ্গে কল্যাণ বেরা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। কোথা থেকে ওই বাজিগুলি নিয়ে আসা হয়েছিল, কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল! তা খতিয়ে দিচ্ছে রামনগর থানার তদন্তকারীরা।
রামনগর থানার ভারপ্রাপ্ত এক পুলিশ আধিকারিক বলেন ” বিপুল পরিবারের বাজি ও বাজি তৈরির মশলা বাজেয়াপ্ত করা হয়েছে। এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা সঙ্গে আরও কারা কারা যুক্ত হয়েছে তার খতিয়ে দেখা হচ্ছে “।