HomeWest BengalNorth BengalSiliguri: শীত আসছে কাঞ্চনজঙ্ঘা হাসছে, ঘুমন্ত বুদ্ধ দেখুন মনভরে

Siliguri: শীত আসছে কাঞ্চনজঙ্ঘা হাসছে, ঘুমন্ত বুদ্ধ দেখুন মনভরে

পাহাড়ি এলাকা নয় উত্তরবঙ্গের সমতল এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘার অনাবিল রূপ দেখা যাচ্ছে

- Advertisement -

কাঞ্চনজঙ্ঘার (Kanchenjunga) পর্বতশীর্ষগুলিকে দূর থেতে দেখলে মনে হবে কেউ একজন শুয়ে আছেন। এই শীর্ষগুলিকে একত্রে ঘুমন্ত বুদ্ধ (Sleeping Buddha) বলা হয়। শিলিগুড়ি  (Siliguri) সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে এই পর্বতশীর্ষ।

পশ্চিমবঙ্গ ও নেপালের সীমান্ত হয়ে সিকিমের একাংশ জুডে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা ছড়িয়ে। শিলিগুড়ি, দার্জিলিং, কার্সিয়াং, কালিম্পং ছাড়িয়ে নেপালের দিক থেকেও বিশালাকার কাঞ্চজঙ্ঘা দর্শনীয়।

   

ভৌগোলিক কারণে বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা আরও নয়নাভিরাম।

  • কাঞ্চনজঙ্ঘা ভারতের উচ্চতম শৃঙ্গ
  • এটি বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ
  • কাঞ্চনজঙ্ঘার উচ্চতা ৮,৫৮৬ মিটার/২৮,১৬৯ ফুট

আবহাওয়া বিভাগ জানাচ্ছে, শীত ঢুকছে বঙ্গে। আকাশে মেঘ নেই। এর ফলে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যমান্যতা স্পষ্ট সমতল এলাকাতেও।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই শীতের আমেজ আসবে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় হাল্কা শীত অনুভব হবে। পুরোপুরি অপেক্ষা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। 

আবহাওয়া বিভাগের সতর্কতা আছে ডিসেম্বরে ফের সাইক্লোন হতে পারে। সিত্রাং প্রভাবে যে নিম্নচাপ হয়েছিল তার রেশ কেটে আপাতত আকাশ পরিষ্কার।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular