Hyderabad: সেলুনে চুল কাটতে গিয়ে স্ট্রোকে মৃত্যু মহিলার

আপনিও নিশ্চয়ই পার্লারে যান। সেখানে গিয়ে শ্যাম্পু করা, হেয়ার ট্রিটমেন্ট করা এসব আপনার প্রিয় পার্লারে গিয়ে নিশ্চয়ই করেন। বছর পঞ্চাশের এই মহিলাও এই দিন পার্লারে…

compensation for wrong hair treatment

আপনিও নিশ্চয়ই পার্লারে যান। সেখানে গিয়ে শ্যাম্পু করা, হেয়ার ট্রিটমেন্ট করা এসব আপনার প্রিয় পার্লারে গিয়ে নিশ্চয়ই করেন। বছর পঞ্চাশের এই মহিলাও এই দিন পার্লারে এসেছিল হেয়ার ট্রিটমেন্ট করাতে। হঠাৎই মাথায় শ্যাম্পু করার সময় মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়, এতেই স্ট্রোক হয় মহিলার ,তাতেই মৃত্যু হয় তাঁর । ইতিমধ্যেই হায়দ্রাবাদের (Hyderabad) এই ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে গোটা দেশে।

জানা যাচ্ছে, হায়দ্রাবাদের এই ৫০ বছরের মহিলা একটি পার্লারে যান তার চুল কাটাতে এবং হেয়ার ট্রিটমেন্টের জন্য। চুল কাটানোর আগে মাথায় শ্যাম্পু করার প্রক্রিয়া চলছিল। এইসময় তাকে ঘাড় ঘুরিয়ে উপুর হয়ে শুইয়ে মাথা ধোয়ানো হচ্ছিল তখনই ভুলবশত একটি রক্ত বহনকারী অন্তর্বাহী স্নায়ু আঘাতপ্রাপ্ত হয় আর তাতেই মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। এরপরই স্ট্রোকে মৃত্যু হয় সেই মহিলার ।

বিশেষজ্ঞরা জানান প্রায়শই মাথায় এবং ঘাড়ে মাসাজের সময় অতিরিক্ত ক্র্যাকের শব্দ উৎপন্ন করতে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয় । আর তাতেই এই ধরনের বিপত্তি ঘটে।