National Environment: রাজ্যকে ৪০০০ কোটি টাকা জরিমানা করল জাতীয় পরিবেশ আদালত

জাতীয় পরিবেশ আদালতে (National Environment Court)বড়সড় ধাক্কা বিহারের। তরল ও কঠিন বর্জ্য পদার্থের নিষ্কাশন ও প্রক্রিয়াকরণ ঠিক পদ্ধতিতে না করার জন্য বিহারকে ৪০০০ কোটি টাকা জরিমানা করল জাতীয় পরিবেশ আদালত।

National Environment Court Imposes Rs 4,000 Crore Fine on Bihar - Latest Updates

জাতীয় পরিবেশ আদালতে (National Environment Court)বড়সড় ধাক্কা বিহারের। তরল ও কঠিন বর্জ্য পদার্থের নিষ্কাশন ও প্রক্রিয়াকরণ ঠিক পদ্ধতিতে না করার জন্য বিহারকে ৪০০০ কোটি টাকা জরিমানা করল জাতীয় পরিবেশ আদালত।

সুপ্রিম কোর্ট ও জাতীয় পরিবেশ আদালতের গাইডলাইন ভাঙার জন্যই এই জরিমানা। ট্রাইবুনালের তরফ থেকে বলা হয়েছে, এখন ওই রাজ্যে বর্জ্য প্রক্রিয়াকরণে বহু ফাঁকফোকর রয়েছে।

গোটা বিহারে এখনও ১১.৭৪ লক্ষ মেট্রিক টন বর্জ্যপদার্থ প্রক্রিয়া করা হয়নি। এখনও শহরগুলিতে প্রতিদিন ৪০৭২ মেট্রিক টন বর্জ্য পদার্থ জমছে।পাশাপাশি, তরল বর্জ্যের পরিমাণ ও প্রক্রিয়াকরণের মধ্যে ব্যবধানও রোজই বেড়ে চলেছে। এখন রোজ এই ব্যবধান দাঁড়াচ্ছে ২১৯ কোটি ৩০ লক্ষ লিটার।

এই সব বর্জ্যকে সারে পরিণত করার মতো বিকল্প দিকগুলি খতিয়ে দেখতে বলেছে পরিবেশ আদালত। বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পগুলির খরচ নির্ধারণ করতেও বলেছে জাতীয় পরিবেশ আদালত।

বিচারপতি আদর্শ কুমার গোয়েল, বিচারপতি সুধীর আগরওয়াল, বিচারপতি অরুণ কুমার ত্যাগী, ড. এ সেন্থিল ভেল, ড. আফরোজ আহমেদ-এর বেঞ্চ আগামী দুই মাসের মধ্যে বিহার সরকারকে জরিমানার টাকা দিতে বলেছে।