Repo Rate: সাধারণের লোনের বোঝা কমাতে বড় সিদ্ধান্ত নিল RBI

মুদ্রানীতি কমিটির বৈঠকে বড় সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার(RBI) গভর্নর শক্তিকান্ত দাসের। শুক্রবার মুদ্রানীতি কমিটির বৈঠকের শেষ দিনে গভর্নর জানান, আরবিআই- এর রেপো রেট(Repo Rate)…

RBI Keeps Repo Rate Unchanged At 6 Point 5 Percent

মুদ্রানীতি কমিটির বৈঠকে বড় সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার(RBI) গভর্নর শক্তিকান্ত দাসের। শুক্রবার মুদ্রানীতি কমিটির বৈঠকের শেষ দিনে গভর্নর জানান, আরবিআই- এর রেপো রেট(Repo Rate) এবারও অপরিবর্তিত থাকছে। এই নিয়ে টানা পরপর ৫ টি বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখা হল। ফলে আশা করা যেতে পারে, লোনের ইএমআই বাড়বে না। অর্থাৎ রেপো রেট স্থির থাকল ৬.৫ শতাংশে।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস বলেন, “মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখতেই মনিটারি পলিসি কমিটি রেপো রেট অপরিবর্তিত রেখেছে। আগামী কয়েক মাসে সম্ভাব্য মূল্যবৃদ্ধি ও আর্থিক বৃদ্ধিকে নজরে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হবে।”

বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট কমাতে পারে বলে মনে করা হচ্ছিল।তবে এবারও কমল না রেপো রেট। অর্থাৎ সাধারণ মানুষ লোনের ক্ষেত্রে যেমন কোনও ছাড় পাবেন না, তেমনই লোন মহার্ঘ হবে না বলেও আশা করা যেতে পারে।

মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখতেই ২০২২ সালের মে মাসে ২৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। এরপর থেকে আর রেপো রেট পরিবর্তন করেনি। এ দিন আরবিআই-র গভর্নর জানান, রেপো রেট ৬.৫ শতাংশ হারে অপরিবর্তিত রাখা হচ্ছে। স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেটও ৬.২৫ শতাংশ হারেই অপরিবর্তিত রাখা হচ্ছে। মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট ও ব্যাঙ্ক রেট ৬.৭৫ শতাংশ হারে অপরিবর্তিত থাকছে।

উল্লেখ্য, যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের অন্য ব্যাঙ্কগুলোকে ঋণ দেয়, সেই সুদের হারকে বলা হয় রেপো রেট। অর্থাৎ RBI এর থেকে ৬.৫ শতাংশ সুদের হারে ঋণ নিতে পারে ব্যাঙ্কগুলো। এর উপরে আরও কিছু সুদ চাপানোর পরে ব্যাঙ্ক সেই অর্থকে লোন হিসাবে সাধারণ মানুষকে দেয়। ফলে রেপো রেট কমার অর্থ হল, ব্যাঙ্কগুলোর কাছেও সাধারণ মানুষের জন্য লোন সস্তা করার অপশন থাকে।