CFL 2025-এ ডার্বির আগে কালীঘাট মিলন সংঘকে ২-১ গোলে হারিয়ে বড় জয় তুলে নিল মোহনবাগান। পাসাং দর্জি তামাং ও করণ রাইয়ের দুর্দান্ত গোলে তিন পয়েন্ট ঘরে তুলল সবুজ-মেরুন শিবির। ডেগি কার্ডোজোর ছেলেদের আক্রমণাত্মক ফুটবলে কালীঘাট শুরু থেকেই চাপে পড়ে যায়। এই জয় শুধু লিগ টেবলের জন্য নয়, আসন্ন ইস্টবেঙ্গল ডার্বির আগে দলের মনোবল বাড়াতেও কার্যকর। দেখে নিন ম্যাচ হাইলাইটস ও বিশ্লেষণ।
Advertisements