Kalimpong: জলদি দার্জিলিং-কালিম্পং গেলেই হাতের মুঠোয় তুষার ধরবেন

Advertisements আগামী দু-তিন দিনে দার্জিলিং এবং (Kalimpong) কালিম্পং জেলায় তুষারপাতের প্রবল সম্ভবনা জানাল আবহাওয়া দফতর। সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা। আরও বলা হয়েছে ১৪ ডিগ্রিতে…

Darjeeling: Special instructions from the police to visit the snow-covered Darjeeling

Advertisements

আগামী দু-তিন দিনে দার্জিলিং এবং (Kalimpong) কালিম্পং জেলায় তুষারপাতের প্রবল সম্ভবনা জানাল আবহাওয়া দফতর। সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা। আরও বলা হয়েছে ১৪ ডিগ্রিতে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছাতে পারে কলকাতার । পশ্চিমাঞ্চলের জেলায় ১০ ডিগ্রি ছুঁতে পারে সর্বনিম্ন পারদ।

Advertisements

আচমকাই পারদ পতন পাহাড়ে। বুধবার তাপমাত্রা কমে গিয়ে শিলাবৃষ্টি হয় সুখিয়া-সীমানা অঞ্চলে যা মিরিক থেকে ২৬.৪ কিলোমিটার দূরে। একধাক্কায় তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে দার্জিলিং পাহাড়েও। অন্যদিকে, কালিম্পং-এও ইতিমধ্যে তাপমাত্রার পতন হয়েছে। পাশাপাশি বিচ্ছিন্নভাবে বৃষ্টিও হচ্ছে পাহাড়ের বিভিন্ন জায়গায়।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিংয়ের উঁচু এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। আপাতত ঠান্ডা থাকবে। তবে রাতের তাপমাত্রা বাড়ার আশঙ্কা নেই। স্বাভাবিকের নীচে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা।

চলতি সপ্তাহে আগামী দিনগুলি শীতের এই স্পেন বজায় থাকবে। এই মুহূর্তে উত্তরে হাওয়ার গতিপথ অবাধ। উত্তরবঙ্গের ওপরের দিকে ৫ জেলা ১৩ ডিসেম্বর হালকা বৃষ্টিতে ভিজতে পারে। বাকি রাজ্য শুকনো থাকবে। কলকাতায়  দিনের তাপমাত্রা আপাতত ২৫ ডিগ্রি। রাতের তাপমাত্রা আরও সামান্য কমে ১৪ ডিগ্রিতে পৌঁছাতে পারে।