Parliament Security: মোদীর দাবি করা ‘নিশ্ছিদ্র নিরাপত্তা’য় গলদ, বিজেপি সাংসদের পাশ নিয়েই হামলা

সংসদের নিরাপত্তায়(Parliament Security) বড় ধরনের ফাঁক থেকে গেছে তা এদিনের ঘটনায় প্রমাণিত। লোকসভার অধিবেশন চলাকালীন হাউসে প্রবেশ দুই সন্দেহভাজন ব্যক্তির হামলা হয়। তাদের হাতে ছিল…

Parliament Security

সংসদের নিরাপত্তায়(Parliament Security) বড় ধরনের ফাঁক থেকে গেছে তা এদিনের ঘটনায় প্রমাণিত। লোকসভার অধিবেশন চলাকালীন হাউসে প্রবেশ দুই সন্দেহভাজন ব্যক্তির হামলা হয়। তাদের হাতে ছিল ধোঁয়ার ক্যানিস্টার। এসব ক্যানিস্টার থেকে বের হচ্ছিল হলুদ ধোঁয়া । তাদের একজন স্পিকারের চেয়ারের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করে। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় নতুন পার্লামেন্ট হাউসের অন্দরে। দুজনকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। অথচ নতুন সংসদ ভবনের নিরাপত্তা বলয় নিয়ে উচ্ছসিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী।

জানা গিয়েছে, দুজনেই মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিমার নামে লোকসভা ভিজিটর পাস দিয়ে ভিতরে এসেছিলেন। ক্যানিস্টার নিয়ে কিভাবে ঢুকলো তা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কারণ সংসদে একাধিকবার চেকিং হয়। পুলিশ দু’জনকেই হেফাজতে নিয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই দুই ব্যক্তি ভিজিটর পাসের মাধ্যমে লোকসভার ভিজিটর গ্যালারিতে পৌঁছান এবং সুযোগ দেখে দর্শক আসন থেকে ঝাঁপিয়ে পড়েন।

   

২০০১ সালে পার্লামেন্টে ভয়াবহ জঙ্গি হামলার বার্ষিকীও আজ। এমন দিনে অধিবেশনে হামলার পরিস্থিতিতে হাউসের নিরাপত্তায় এই গাফিলতি সেই ঘটনার স্মৃতিকে সতেজ করে তুলেছে। একজন সাধারণ মানুষ কীভাবে এভাবে ঘরের ভেতরে প্রবেশ করতে পারেন এবং কীভাবে ভিজিটর পাস পান, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। ঘটনার সময় পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ খগেন মুর্মু তাঁর বক্তব্য রাখছিলেন।

বহরমপুরের সাংসদ ও লোকসভার কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, দুই যুবক দর্শক গ্যালারি থেকে লাফ দিয়ে কিছু একটা ছুড়ে মারে, যার থেকে  গ্যাস বের হচ্ছিল। সাংসদরা তাদের ধরে ফেলে এবং নিরাপত্তাকর্মীরা তাদের বের করে নিয়ে যায়।  এরপরেই দুপুর ২টো পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়।এটি অবশ্যই নিরাপত্তা লঙ্ঘন কারণ আজ আমরা ২০০১ সালে যারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের মৃত্যুবার্ষিকী উদযাপন করছি।

তৃণমূল সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় বলেছেন, ‘এটি একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। তাদের লক্ষ্য কী এবং কেন তারা এই কাজ করছে তা কেউ অনুমান করতে পারেনি।আমরা সকলেই তাৎক্ষণিকভাবে হাউস থেকে বেরিয়ে এসেছি, কিন্তু এটি নিরাপত্তার বড় ত্রুটি। তারা কীভাবে ধোঁয়া যুক্তউপকরণ নিয়ে সংসদ ভবনে প্রবেশ করতে পারে?’ তিনি আরও বলেন ওই দুজন বিজেপি সাংসদের ভিজিটর পাসের মাধ্যমে ভিতরে প্রবেশ করেছে। এই বিষয়টিও খতিয়ে দেখার বিষয় বলে জানান।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। যারা নিরাপত্তা কর্ডন ভেঙে এখানে এসেছেন এবং কারা তাদের সংসদে আসার পাস দিয়েছে তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

উল্লেখ্য, অধিবেশন  চলাকালীন যে দু’জন সংসদে  ঢুকেছিলেন তাদের একজনের নাম সাগর। দুজনেই সাংসদের নামে লোকসভা ভিজিটর পাসে এসেছিলেন। হঠাৎ করেই দর্শক গ্যালারি থেকে হাউসে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের হাতে ক্যানিস্টার ছিল।স্লোগান দিচ্ছিলেন।