Parliament Security: হামলার পর বাতিল সংসদের ভিজিটর্স পাস

নতুন সংসদভবনে নিরাপত্তা লঙ্ঘনের কারণে সংসদে ভিজিটর্স পাস দেওয়া স্থগিত করা হল। আজ বিকেল ৪টায় একটি সর্বদলীয় বৈঠকও ডেকেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বিজেপি সাংসদের…

Parliament Security Breach

নতুন সংসদভবনে নিরাপত্তা লঙ্ঘনের কারণে সংসদে ভিজিটর্স পাস দেওয়া স্থগিত করা হল। আজ বিকেল ৪টায় একটি সর্বদলীয় বৈঠকও ডেকেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

বিজেপি সাংসদের ইস্যু করা পাস নিয়ে নতুন সংসদে ঢুকে অধিবেশনে হামলার জেরে তীব্র বিতর্কে সরকারপক্ষ। কী করে দুই ব্যক্তি একাধিক নিরাপত্তা বলয় পেরিয়ে ধোঁয়ার ক্যান নিয়ে ঢুকে পড়েছিল অধিবেশন কক্ষে তাতে নিরাপত্তার বজ্র আঁটুনিতে ফস্কা গেরো প্রমাণ হয়েছে। সেই সাথে মোদীর দাবি করা নতুন সংসদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিয়েও তীব্র বিতর্ক।

   

জানা গিয়েছে, দুজনেই মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিমার নামে লোকসভা ভিজিটর পাস দিয়ে ভিতরে এসেছিলেন। ক্যানিস্টার নিয়ে কিভাবে ঢুকলো তা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কারণ সংসদে একাধিকবার চেকিং হয়। পুলিশ দু’জনকেই হেফাজতে নিয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই দুই ব্যক্তি ভিজিটর পাসের মাধ্যমে লোকসভার ভিজিটর গ্যালারিতে পৌঁছান এবং সুযোগ দেখে দর্শক আসন থেকে ঝাঁপিয়ে পড়েন।

২০০১ সালে পার্লামেন্টে ভয়াবহ জঙ্গি হামলার বার্ষিকীও আজ। এমন দিনে অধিবেশনে হামলার পরিস্থিতিতে হাউসের নিরাপত্তায় এই গাফিলতি সেই ঘটনার স্মৃতিকে সতেজ করে তুলেছে। একজন সাধারণ মানুষ কীভাবে এভাবে ঘরের ভেতরে প্রবেশ করতে পারেন এবং কীভাবে ভিজিটর পাস পান, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। ঘটনার সময় পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ খগেন মুর্মু তাঁর বক্তব্য রাখছিলেন।

তৃণমূল সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় বলেছেন, ‘এটি একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। তাদের লক্ষ্য কী এবং কেন তারা এই কাজ করছে তা কেউ অনুমান করতে পারেনি।আমরা সকলেই তাৎক্ষণিকভাবে হাউস থেকে বেরিয়ে এসেছি, কিন্তু এটি নিরাপত্তার বড় ত্রুটি। তারা কীভাবে ধোঁয়া যুক্তউপকরণ নিয়ে সংসদ ভবনে প্রবেশ করতে পারে?’ তিনি আরও বলেন ওই দুজন বিজেপি সাংসদের ভিজিটর পাসের মাধ্যমে ভিতরে প্রবেশ করেছে। এই বিষয়টিও খতিয়ে দেখার বিষয় বলে জানান।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। যারা নিরাপত্তা কর্ডন ভেঙে এখানে এসেছেন এবং কারা তাদের সংসদে আসার পাস দিয়েছে তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।