Monday, October 13, 2025
HomeEntertainmentArijit Singh: বেড়াতে বেরিয়ে নিয়ম ভাঙলেন অরিজিৎ! দেখুন নিজের চোখেই

Arijit Singh: বেড়াতে বেরিয়ে নিয়ম ভাঙলেন অরিজিৎ! দেখুন নিজের চোখেই

   
Advertisements

Arijit Singh: বছরের শুরুটা ঠিক ভালো হল না অরিজিৎ সিংয়ের। বেড়াতে গিয়ে পড়লেন মহা বিপাকে। সোশ্যাল মিডিয়া বলছে, বেড়াতে গিয়ে নাকি বড়সড় নিয়ম ভেঙেছেন অরিজিৎ। ট্রাইফ আইন অমান্য করে চালিয়েছেন স্কুটি। সর্বদা সত্যের মুখাপেক্ষী এতবড় মানুষটি কিভাবে এমনটা করতে পারলেন! উঠছে প্রশ্ন। বাড়ছে কটাক্ষ। তবে, এক্ষেত্রে জল্পনা কিন্তু বলে চলেছে অন্য গল্প। ভিডিওতেই ফাঁস সবটা।

Advertisements

সম্প্রতি, বছর শুরুটা জমিয়ে সেলিব্রেট করতে গোটা পরিবার অর্থাৎ কোয়েল, দুই পুত্র জুল এবং আলিকে নিয়ে রাজস্থানে পাড়ি দিয়েছিলেন অরিজিৎ সিং। সারা বছরই যদিও কনসার্টের কারণে বাইরে বাইরে কাটাতে হয় জনপ্রিয় গায়ককে। সময় পেলেই পরিবারের সঙ্গে সময় কাটাতে চলে আসেন মুর্শিদাবাদের বাড়ি জিয়াগঞ্জে। এবার সেই সময়টা কাটালেন রাজস্থানে গিয়েই। পরিবারের সঙ্গে বেড়ানোর ফাঁকেই ভুল করে হেলমেট পড়তে ভুলে গিয়েছিলেন তিনি।

সেখানেই বাঁধে গোলযোগ। সম্প্রতি একটি ভিডিও ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, হেলমেট ছাড়াই
জয়সলমীরে স্কুটি করে ঘুরছেন অরিজিৎ সিং। আগের মতোই চেনা ভঙ্গিতে রাজপথ দিয়ে যাচ্ছেন গায়ক। পরনে নীল সোয়েট শার্ট এবং কালো প্যান্ট। গায়কের মাথায় হেলমেট না দেখেই তো শোরগোল শুরু সোশ্যাল মিডিয়ায়। কেউ লেখেন, ‘হেলমেট কোথায়?’। কারও কথায়, ‘পুলিশ ধরল বলে!’ যদিও বেশিরভাগ মানুষই অরিজিতের সাধারণ চালচলনের প্রশংসা করে বলেছেন, ‘ওই রাস্তায় হয়ত হেলমেটের প্রয়োজন ছিল না। কম ঘিঞ্জি ছিল। তাই হেলমেট পরেননি অরিজিৎ। নাহলে নিশ্চয়ই পরতেন।’

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Arijit Singh (@deararijitianss)

Latest News