YouTube new CEO: ইউটিউবের নতুন সিইও ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন

ইউটিউবের (YouTube) চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সুসান ওচিকি৷ আজ একটি ব্লগের মাধ্যমে ঘোষণা করেছেন তিনি। সেই পদে আনা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন (Neal Mohan)।

YouTube new CEO is Indian-born Neal Mohan

ইউটিউবের (YouTube) চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সুসান ওচিকি৷ আজ একটি ব্লগের মাধ্যমে ঘোষণা করেছেন তিনি। সেই পদে আনা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন (Neal Mohan)। যিনি এতদিন ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসার ছিলেন৷

স্যোশাল মিডিয়ার যুগে সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব৷ নয় বছর ধরে তার সিইও ছিলেন সুসান৷ পদত্যাগের ইচ্ছে প্রকাশ করে তিনি জানিয়েছেন, পরিবার, স্বাস্থ্য এবং ব্যক্তিগত কাজের কারণেই এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে কী ইউটিউবেও এবার বিরাট বদল আসতে চলেছে? প্রশ্ন উঠতে শুরু করেছে৷

এর আগে গুগল অ্যাড প্রোডাক্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন সুসান৷ ২০১৪ সালে ইউটিউবের সিইও হন তিনি৷ প্রথম দিন থেকেই গুগুলের সঙ্গে যুক্ত ছিলেন৷ অ্যালফাবেট আইএনসির সঙ্গে যুক্ত ছিলেন ২৫ বছর।

২০২২ সালে ইউটিউবের আয় ছিল ২৯.২ বিলিয়ন ডলার। যা অ্যালফাবেটের পুরো আয়ের ১০ শতাংশের অধিক৷ প্রায় ২৫ বছর ইউটিউব এববগ গুগলের দায়িত্ব ছাড়লেন সুসান৷

সুসানের পদত্যাগে গুগলের সহ নির্মাতা ল্যারি পেজ এবং সার্গেই বিন জানিয়েছেন, গুগলে একটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন সুসান৷ মানুষের সমস্ত ব্যবহারের জিনিসেই তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। গুগলকে প্রথমে নিজের গ্যারেজ ভাড়া দেওয়ার পর গুগলকে নেতৃত্ব দিয়েছেন তিনি৷