Sunday, December 7, 2025
HomeUncategorizedএই তরুণ ফুটবলারের একদিকে এটিকে মোহন বাগান, অন্যদিকে মুম্বই সিটি

এই তরুণ ফুটবলারের একদিকে এটিকে মোহন বাগান, অন্যদিকে মুম্বই সিটি

- Advertisement -

আইএসএলের দৌলতে ভারতীয় ফুটবল আঙিনায় উঠে আসছেন একাধিক তরুণ ফুটবলার। সেই তালিকায় অবশ্যই নাম থাকবে মিডফিল্ডার বিনীত রায়ের নাম। গত আইএসএলে উড়িষ্যা এফসি হয়ে ৮টি ম্যাচ দিয়ে শুরু করলেও মাঝপথে লোনে মুম্বই সিটি এফসিতে যোগ দিয়েছিলেন ।

মুম্বইতে সেখানে গিয়ে তার খেলা আরও উন্নত হয়। দারুণ ফুটবল খেলে মাঝ মাঠে মুম্বইয়ের অন্যতম নির্ভরযোগ্য হয়ে উঠে ছিলেন। মায়ানগরীর দলের হয়ে আইএসএলে ৯টি ম্যাচ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে পাঁচটি ম্যাচ খেলেছেন এই পাহাড়ি তরুণ ।

   

মাঝমাঠের একজনকে দলে নেওয়ার জন্য মরিয়া এটিকে মোহনবাগান চেষ্টা চালাচ্ছে বলে শোনা গিয়েছে। তাদের পরিকল্পনা অনুযায়ী তরুণদের নিয়ে দল গঠন শুরু হয়ে গিয়েছে অনেক আগেই । বিনীতকে দলে নিতে বড় অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর ।

মুম্বই সিটির পক্ষ থেকে প্রি কন্টাক্ট পাঠানো হয়েছিল বিনীত রাই এর কাছে । কিন্তু এখন অব্দি তিনি সই করেননি বলেই জানা যাচ্ছে৷ এখানেই সুযোগ রয়েছে এটিকে মোহনবাগানের। সবশেষে দুই আই এস এল এর দলের মধ্যে থেকে কার অফারটা বেছে নেন বিনীত রাই এটাই দেখার বিষয় ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular