Suvendu Adhikari: মোদীর মন কি বাত শুনেই সাংগঠনিক গ্রুপ ত্যাগ শুভেন্দুর, বিজেপিতে কালবৈশাখী ভয়

দক্ষিণবঙ্গের আকাশে কালবৈশাখী ভোজবাজির মতো উবে গেছে। এর মাঝে কাঠফাটা রোদ ও চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পার করা গরমে আরও তেতে গেল বঙ্গ বিজেপি। সাম্প্রতিক সময়ে…

দক্ষিণবঙ্গের আকাশে কালবৈশাখী ভোজবাজির মতো উবে গেছে। এর মাঝে কাঠফাটা রোদ ও চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পার করা গরমে আরও তেতে গেল বঙ্গ বিজেপি। সাম্প্রতিক সময়ে যতবার বিরোধী দলে রাম রাবণের যুদ্ধ হয়েছে, সোমবার সকালে সব ফ্লপ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ছেড়ে দিলেন বিজেপি তমলুক জেলা সাংগঠনিক হোয়াটসঅ্যাপ গ্রুপ।

শুভেন্দুর এমন ভূমিকায় বঙ্গ বিজেপির অভ্যন্তরে ঘনিয়ে এসেছে কালবৈশাখীর মেঘ। পূর্ব মেদিনীপুর জেলা সহ পুরো রাজ্য জুড়ে শোরগোল। তবে শুভেন্দু নীরব। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তিনি, বিরোধী দলনেতার মতো মর্যাদাপূর্ণ পদে আছেন। হঠাৎ তিনি দলের সাংগঠনিক হোয়াটসঅ্যাপ গ্রুপ কেন ছাড়লেন এ নিয়ে তীব্র আলোচনা।

জানা যাচ্ছে রবিবার মন দিয়ে মোদীর মন কি বাত অনুষ্ঠান শুনেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি সেকথা ফেসবুকে জানান। তিনি লিখেছেন, “নন্দীগ্রামের রেয়াপাড়া বিধায়ক কার্যালয়ে, কার্যকর্তাদের সাথে বসে প্রধানমন্ত্রী জির মন কি বাত অনুষ্ঠান শুনলাম।”

মন কি বাত অনুষ্ঠান মন দিয়ে শোনার পর কী এমন হলো যে শুভেন্দু অধিকারী ত্যাগ করলেন সাংগঠনিক হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই প্রশ্নে তোলপাড় রাজ্য। কারণ, সাংগঠনিক এই হোয়াটসঅ্যাপ গ্রুপ খুবই গুরুত্বপূর্ণ। দলীয় সংগঠনের বিশেষ বার্তা এখানেই আদান প্রদান হয় শীর্ষ নেতাদের মধ্যে। সেখান থেকে বেরিয়ে যাওয়া একরকম ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।

বিধানসভা ভোটের আগে শুভেন্দুর টিএমসি ত্যাগ, বিজেপিতে যোগ, নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা সবই ছিল রাজনৈতিক আলোড়ন। তবে বিজেপি সরকার গড়তে পারেনি। এরপর উপনির্বাচন, পুরসভা ও পুরনিগম ভোটে হারতে হারতে বিজেপি নেমেছে তৃতীয় স্থানে। রাজ্যে ভোটের নিরিখে সিপিআইএম ফের বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে। এর জেরে কর্মীরা হতাশ তা স্বীকার করেছেন সর্ব ভারতীয় বিজেপি সহ সভাপতি দিলীপ ঘোষ।

শুভেন্দু কি হতাশ? বিজেপি পূর্ব মেদিনীপুরের নেতারা মনে করছেন, কাঁথি পুরসভার দাপট হারিয়ে অধিকারী পরিবার হতাশ।

জেলা তৃণমূল কংগ্রেসের দাবি, শুভেন্দু অধিকারী নিজের পতন শব্দ শুনতে পাচ্ছেন। তিনি ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবেন।

জেলা সিপিআইএমের কটাক্ষ, টিএমসি বিজেপির আসা যাওয়া মানে গোডাউনে এক ঘরের জিনিষ অন্য ঘরে পাঠানো।

কংগ্রেসের কটাক্ষ, শুভেন্দুর রাজনীতি মুকুল রায়ের মতো শেষের দিকে।

আগেই শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি ব্যাঙ্গাত্মক গান ও সংবাদ মাধ্যমের মন্তব্যের জেরে তীব্র গুঞ্জন ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি ত্যাগ করতে চলেছেন। কল্যাণবাবু সেই গানে শুভেন্দু অধিকারীকে ভাই বলে ডেকেছিলেন। তাঁকে ফিরে আসার বার্তা দিয়েছিলেন। এর পরেই শুভেন্দুবাবুর দলত্যাগ নিয়ে ছড়াতে শুরু কর। তবে শুভেন্দুবাবু নিরুত্তর।

এবার দলীয় সাংগঠনিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ কি শুভেন্দু অধিকারীর নিরুত্তর জবাব? বঙ্গ বিজেপিতে কালবৈশাখীর ঝড় আসছে এমনই চাপা গুঞ্জন।