Pakistan: খান সাহেব নাকি শরিফ সাহেব, হুকুমত-এ-পাকিস্তান কাঁপছে

পরিস্থিতি বলে দিচ্ছে পাকিস্তান (Pakistan)ঐতিহ্য বজায় রাখতে পারে। এই ঐতিহ্য হলো কোনও প্রধানমন্ত্রীর পক্ষে পূর্ণ মেয়াদ সরকারে না থাকতে পারা। ইসলামাবাদের অন্দরে তৈরি রাজনৈতিক সংকটের…

Pakistan: খান সাহেব নাকি শরিফ সাহেব, হুকুমত-এ-পাকিস্তান কাঁপছে

পরিস্থিতি বলে দিচ্ছে পাকিস্তান (Pakistan)ঐতিহ্য বজায় রাখতে পারে। এই ঐতিহ্য হলো কোনও প্রধানমন্ত্রীর পক্ষে পূর্ণ মেয়াদ সরকারে না থাকতে পারা। ইসলামাবাদের অন্দরে তৈরি রাজনৈতিক সংকটের মধ্যে প্রশ্ন, বৃহস্পতিবার খান সাহেব নাকি শরিফ সাহেব কে করবেন বাজিমাত।

পাক জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। বিরোধীরা জোট করে সরকারের বিরুদ্ধে যে অনাস্থা এনেছে তাতে ইমরান খানের পরাজয় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। যদিও খান চান শেষ বল পর্যন্ত খেলতে।

বিরোধী দল পিএমএলএন এরের নেতা শাহবাজ শরিফের নেতৃত্বে বিরোধীদের জোটে আছেন পিপিপি নেতা বিলাবল জারদারি ভুট্টো। তিনি প্রয়াত বেনজির ভুট্টোর পুত্র। আর শাহবাজ হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফের ভাই।

Advertisements

ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০১৮ সালে নির্বাচিত হওয়ার পর এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি। ইমরানের বিরুদ্ধে আর্থিক অব্যবস্থা এবং ভুল বিদেশনীতির অভিযোগ তুলেছেন বিরোধীরা।

কাগজে কলমে পাকিস্তানের ৩৪২ আসনের আইনসভায় সরকারে থাকা দল পিটিআই এবং জোটসঙ্গীদের আসন রয়েছে ১৭৬টি। আর বিরোধীদের আসন রয়েছে ১৬৩টি। তবে মঙ্গলবার সরকারের শরিক এমকিউএম জানায় তাদের সাত সংসদ সদস্য বিরোধীদের প্রস্তাবের পক্ষে ভোট দেবেন। এর পরেই খান সাহেবের কুর্সি নড়বড়ে হয়ে যায়। বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টে শুরু হবে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি। ছোট ছোট কয়েকটি দলের সমর্থনে ক্ষমতায় টিকে যাওয়ার আশা করছেন ইমরান খান।