কেষ্ট গেছে, ভাইপোর সময় আসছে: শুভেন্দু

বেহালার জনসভা থেকে কর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, কাল যদি আমার বাড়িতে যায় আপনারা কী করবেন? রাস্তায় নামবেন তো? গণতান্ত্রিকভাবে আন্দোলন করবেন তো?…

Shuvendu Adhikari made controversial remarks about Chief Minister Mamata Banerjee

বেহালার জনসভা থেকে কর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, কাল যদি আমার বাড়িতে যায় আপনারা কী করবেন? রাস্তায় নামবেন তো? গণতান্ত্রিকভাবে আন্দোলন করবেন তো? যা নিয়ে গতকাল থেকেই কাটাছেঁড়া শুরু হয়েছে৷ এবার তা নিয়ে কড়া ভাষায় শাসক দলকে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা (BJP) শুভেন্দু অধিকারী (Suvsndu Adhikari)

শুভেন্দু বলেন, এখন সবে ভোর ৬টা। অপা সিন্ডিকেট ধরা পড়েছে। কেষ্ট গেছে, ভাইপোর সময় আসছে। প্রস্তুতি নিন, তৈরি হোন। মমতা ব্যানার্জি কাল বলেছেন, ‘সিবিআই আমার বাড়িতে আসবে, তোমরা নামবে তো’? মমতা ব্যানার্জি পিছন ঘুরে দেখবেন, তোমার কথাতে তোমার ববি, অরূপও থাকবে না। তোমার পিছনে কেউ থাকবে না। সেই দিনটা আসছে। তাই জোট বাঁধুন, তৈরি হোন। সামনের দিন জোর লড়াই। ‘২৪-এ একসঙ্গে ভোট। রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে। তেরঙ্গা যাত্রার জন্য পুলিশের অনুমতি লাগবে না। সেদিন সামনেই আসছে।

অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি৷ তিনি বলেন, এমএলএ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন দলনেত্রী৷ চেয়েছিলেন অনুব্রত রাজ্যসভায় যাক৷ কিন্তু দিদির কেষ্ট তাতে রাজি ছিলেন না। মমতার গতকালের বক্তব্য প্রসঙ্গে শুভেন্দু বলেন, যিনি মাগুর মাছ বিক্রি করতে করতে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছেন, তাঁর আত্মকথা শোনালেন।

সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে শুভেন্দু বলেন, ‘কেষ্টকে রাজ্যসভাতে পাঠাতে চাইলাম, গেল না।’ যাবে কী করে? কেষ্ট তো নাম লিখতেও জানে না, পড়তেও জানে না। আর এটা স্বাধীনতা দিবসের বক্তব্য? প্রধানমন্ত্রীকে তুই বলছে। তারপর তো আমাকে যা বলেছে, তার উত্তর আমি ঠিক সময়ে সুদ আসলে দিয়ে দেব।