ইস্টবেঙ্গল ম্যাচ জিতে লিগ জিততে চাই: দীপেন্দু বিশ্বাস

Deependu Biswas

বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা IFA আনুষ্ঠানিকভাবে মহামেডান স্পোটিং ক্লাবকে ২০২২ সালের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করেনি। কিন্তু আক্ষরিক অর্থে ব্যাক টু ব্যাক দুবার লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে মহামেডান এসসি।

শুক্রবার,কল্যাণী স্টেডিয়ামে সাদা কালো ব্রিগেড ৩-০ গোলে উড়িয়ে দেয় খিদিরপুর স্পোটিং ক্লাবকে। ম্যাচের ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল মহামেডান ক্যাপ্টেন মার্কাস জোসেফের। পরের দুটো গোল প্রীতমের ৮৯,৯৩ মিনিটে।

   

১ নভেম্বর যাদবপুর কিশোর ভারতী স্টেডিয়ামে কলকাতা লিগে মহামেডান এসসি বনাম ইস্টবেঙ্গল এফসির মধ্যে ডার্বি ম্যাচ।এদিন খিদিরপুর এসসির বিরুদ্ধে জয়ের পর মহামেডান সচিব তথা প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন,”তিন ম্যাচে টিম ৯ গোল করেছে,কোনও গোল না খেয়ে, এই কারণে দলের এই পারফরম্যান্স দেখে ভালো লাগছে ক্লিনচিট এর চাইতে ভালো কিছু হতে পারেনা।”

ইস্টবেঙ্গল ম্যাচ প্রসঙ্গে দীপেন্দু বিশ্বাস আত্মবিশ্বাসের ঢঙে বলেন,”অনেকে অনেক রকম কথা বলছে।৫ ম্যাচ খেলে লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল মহামেডান ক্লাব।IFA যে নিয়ম করেছে তার মধ্যে দিয়েই আমরা খেলছি,তবে আমরা চাই ইস্টবেঙ্গল ম্যাচ জিতে লিগ জিততে।” নিজের ফুটবল কেরিয়ারে দীপেন্দু বিশ্বাস একজন আক্রমণাত্মক খেলোয়াড় ছিলেন।এদিন কল্যাণী স্টেডিয়ামে দাঁড়িয়ে যেভাবে আত্মবিশ্বাসী মুডে সমালোচকদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন এটা প্রাক্তন হয়ে গেলেও দীপেন্দু বিশ্বাসের ‘স্পোর্টসম্যান স্পিরিট’কে সামনে তুলে এনেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন