Ukraine War: প্রতিবাদ রুপোলি জগতেও, রাশিয়াকে ফিল্ম দেওয়া বন্ধ করল Walt Disney

ইউক্রেনে রুশ হামলার প্রতিবাদ এবার পড়ল সিনেমার দুনিয়াতেও। রাশিয়াকে এবার ফিল্ম ডেলিভারি বন্ধ করল ওয়াল্ট ডিজনি। ইউক্রেনে সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় রাশিয়ার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে…

short-samachar

ইউক্রেনে রুশ হামলার প্রতিবাদ এবার পড়ল সিনেমার দুনিয়াতেও। রাশিয়াকে এবার ফিল্ম ডেলিভারি বন্ধ করল ওয়াল্ট ডিজনি। ইউক্রেনে সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় রাশিয়ার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

   

ওয়াল্ট ডিজনি রাশিয়াকে ফিল্ম দেওয়া বন্ধ করে দেওয়ায় পিক্সার, মার্ভেল স্টুডিও, লুকাসফিল্ম, 20 সেঞ্চুরি স্টুডিও এবং অন্যান্য ফিল্ম স্টুডিও-র ফিল্মও আর পাবে না রাশিয়া। ওয়াল্ট ডিজনির তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “ইউক্রেনের রাশিয়ার অবাঞ্ছিত আক্রমণ এবং মানবিক সংকটের কারণে আমরা পিক্সারের আসন্ন আই এম ব্লাশিং সহ রাশিয়ায় ফিল্ম পাঠানো বন্ধ করছি। আমরা পরিস্থিতির উপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেব।”

ইউক্রেনে রাশিয়া হামলা করে ২৪ ফেব্রুয়ারি। তারপর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ শহ দেশের সর্বত্র চলছে রুশ বাহিনীর মিসাইল, বোমা, গুলি বর্ষণ। আত্মরক্ষায় ও দেশকে বাঁচাতে অস্ত্র হাতে তুলে নিয়েছেন ইউক্রেনের সাধারণ মানুষ। জার্মানি ও কানাডা সরাসরি যুদ্ধাস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে।

এরই মধ্যে আমেরিকার জারি করা আর্থিক নিষেধাজ্ঞার কারণে প্রবল সঙ্কটে পড়েছে রাশিয়া। বিশেষ করে ‘সুইফট’ ব্যবস্থা থেকে বাদ পড়ে রাশিয়া তীব্র আর্থিক সমস্যায় পড়েছে। প্রত্যাঘাত করতে রাশিয়া এদিন ৩৬টি দেশের জন্য তাদের আকাশসীমা নিষিদ্ধ করেছে।

ন্যাটো বাহিনী এবার সরাসরি ইউক্রেনকে সাহায্য করার কথা জানিয়েছে। ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলেনবার্গ জানিয়েছেন, ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্র, অ্যান্টি ট্যাঙ্ক-সহ সব ধরনের অস্ত্র দেওয়া হবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেনকে কেন্দ্র করে এবার তৃতীয় বিশ্বযুদ্ধের ঘন্টা বাজিয়ে বেজে যাওয়া আশ্চর্য নয়।