উত্তর প্রদেশের নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। রবিবার মোট ১২ টি জেলার ৬১ টি বিধানসভা কেন্দ্রে ৬৯২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে খবর।
এদিন ভোটাররা ভাগ্য নির্ধারণ করবেন উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং, কংগ্রেস বিধায়ক দলের নেতা আরাধনা মিশ্র এবং অন্যান্যদের। এদিন যোগী মন্ত্রিসভার উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য তাঁর বাসভবনে প্রার্থনা করেন। মৌর্য সিরাথু আসন থেকে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার উপর আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এদিন উপ মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি যে সিরাথুর লোকেরা পদ্ম ফোটাবে এবং সিরাথুর ছেলেকে বড় ব্যবধানে জয়ী করবে। বিজেপি সরকার উত্তর প্রদেশের ২৪ কোটি মানুষের কল্যাণে কাজ করছে। এই কারণেই লোকেরা তাদের মনস্থির করেছে যে পদ্ম ফোটাবে।’
এদিন অখিলেশ যাদবকে আক্রমণ করে তিনি বলেন, আগামী ১০ মার্চ সকলে দেখবেন অখিলেশের সাইকেল হাওয়ায় উড়ছে। যা গিয়ে পড়বে বঙ্গোপসাগরে।
অন্যদিকে আরও এক হেভিওয়েট বিজেপি প্রার্থী উত্তর প্রদেশের মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং এবং তার পরিবার প্রয়াগরাজের সাই বাবা মন্দিরে প্রার্থনা করেন। সিং এলাহাবাদ পশ্চিম আসন থেকে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।