Municipal Election: EVM ভাঙার ভাইরাস করোনার মতো ছড়ানোর প্রবল সম্ভাবনা

পুরভোটের (Municipal Election) হিংসা পঞ্চায়েত ভোটকেও লজ্জায় ফেলে দিল। সকাল থেকে ‘ভয়াবহ’ পরিস্থিতি। ভোট লুঠে অভিযুক্ত টিএমসি। ততেধিক বিতর্কিত পরিস্থিতি পরপর ইভিএম ভাঙার ঘটনায়। এতে…

পুরভোটের (Municipal Election) হিংসা পঞ্চায়েত ভোটকেও লজ্জায় ফেলে দিল। সকাল থেকে ‘ভয়াবহ’ পরিস্থিতি। ভোট লুঠে অভিযুক্ত টিএমসি। ততেধিক বিতর্কিত পরিস্থিতি পরপর ইভিএম ভাঙার ঘটনায়। এতে অভিযুক্ত বিরোধী দল বিজেপি। কোথাও ‘বহিরাগত’ টিএমসি। এভাবে ভোটিং মেশিন ভাঙার রেশ আরও ছড়াবে বলেই আশঙ্কা। ভোট বিশেষজ্ঞদের মতামত, এ যেন করোনাভাইরাসের মতো সংক্রামক। এমন ঘটনা আরও বাড়তে চলল।

মানুষ ভোট লুঠে বিরক্ত। ফলে একটা বিক্ষোভের রেশ এই ইভিএম ভাঙার ঘটনা। এমনই দাবি করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর দল বিজেপির দিকে বারবার ইভিএম ভাঙার অভিযোগ উঠেছে। ইভিএম ভেঙে গ্রেফতার বারাসত ও বসিরহাটে বিজেপি প্রার্থীরা আটক।

রাজ্যে ১০৮টি পুরসভার ভোট চলছে। সবকটি পুরসভা স্পর্ষকাতর। প্রতিটি পুরসভায় বুথ ও ভোট লুঠ চলছে তা সংবাদ মাধ্যমের ছবিতে উঠে এসেছে। বুথে কোথাও নীরব রিগিং কোথাও সরব রিগিং চলছে। আক্রাম্ত হয়েছেন সাংবাদিকরা। প্রতিক্ষেত্রে অভিযুক্ত শাসকদল টিএমসি।

দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ সর্বত্র ভোট লুঠের ঘটনায় তীব্র উত্তেজনার রবিবার। ভোটের আগে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দলীয় ভোটকর্মীদের কাছে বার্তা পাঠিয়েছিলেন, ২০০০ ভোটকে ২৫০০ করতে যাবেন না। ভোট রিগিং নিয়ে তাদের সতর্কতা কার্যত সকালেই শেষ। টিএমসি দাবি করেছে রাজ্যবাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হয়েছেন।

এদিকে পুরনিগম ভোটে বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় হওয়া সিপিআইএম পুরভোটে তীব্র বুথ লুঠের অভিযোগ এনেছে।

কংগ্রেসের তরফেও ভোট রিগিংয়ের অভিযোগ আনা হয়েছে। বিরোধীদের অভিযোগে জর্জরিত সরকার।