Ukraine War: ইউক্রেনের সদস্যপদ গড়িমসি, ন্যাটোকে ‘ভীতু’ বলে তোপ দাগলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে তিনি আর ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য চাপ দিচ্ছেন না। কার্যত ন্যাটোর উপর তিতিবিরক্ত জেলেনস্কি। Advertisements ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণের…

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে তিনি আর ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য চাপ দিচ্ছেন না। কার্যত ন্যাটোর উপর তিতিবিরক্ত জেলেনস্কি।

Advertisements

ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণের অন্যতম কারণ ন্যাটো। এই সংস্থার অন্তর্ভুক্তি চেয়েই রাশিয়ার বিষ নজরে পড়েছিল ইউক্রেন। আর রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করল তখন সরাসরি সমর্থন দিতে অস্বীকার করে ন্যাটো। ন্যাটোর কাছে যুদ্ধবিমান চেয়েও ফল পায়নি ইউক্রেন। এমনকী যুদ্ধ শুরু হওযার পরও ইউক্রেনের সদস্যপদ নিয়ে সক্রিয়তা দেখায়নি নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গনাইজেশন বা ন্যাটো। এই সব নিয়েই ন্যাটোর উপর বিরক্ত জেলেনস্কি।

বিজ্ঞাপন

সোমবার রাতে সম্প্রচারিত একটি সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, “আমরা বুঝতে পেরেছি যে… ন্যাটো ইউক্রেনকে মেনে নিতে প্রস্তুত নয়।” ন্যাটোকে বিতর্কিত বলেন তিনি। এও বলেন রাশিয়ার সঙ্গে মুখোমুখি হতে ভয় পায় ন্যাটো। তিনি কড়া বার্তা দিয়ে বলেন, তিনি এমন একটি দেশের রাষ্ট্রপতি হতে চান না যে দেশ হাঁটু গেড়ে কিছু ভিক্ষা করছে।

ন্যাটো তাদের স্থল, বিমান, নৌ ও স্পেশাল অপারেশন্স ফোর্সের সদস্যদের ইউক্রেন লাগোয়া বিভিন্ন দেশে মোতায়েন করছে। ন্যাটো জোটের ৩০টি দেশের মধ্যে কয়েকটি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন রাশিয়ার আক্রমণাত্মক পদক্ষেপের মোকাবিলায় পূর্ব ইউরোপের ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলিতে মার্কিন সেনা মোতায়েন করা হবে। কিন্তু তারা ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করবে না।