Ukraine War: সরাসরি সামরিক সাহায্য ইউক্রেনকে দিচ্ছে আমেরিকা

ইউক্রেনকে পাশে থাকার বার্তা দিতে সামরিক সাহায্য ও আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ইউক্রেনে নতুন নিরাপত্তা সহায়তা এবং দূরপাল্লার অস্ত্র…

ইউক্রেনকে পাশে থাকার বার্তা দিতে সামরিক সাহায্য ও আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ইউক্রেনে নতুন নিরাপত্তা সহায়তা এবং দূরপাল্লার অস্ত্র মোতায়েনের জন্য ১ বিলিয়ন ডলার সাহায্যের কথা ঘোষণা করেছেন। পাশাপাশি লং রেঞ্জ অ্যান্টি এয়ারক্র্যাফ্ট সিস্টেম দেওয়ার কথাও ঘোষণা করেছে আমেরিকা।

এই অর্থ গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের বরাদ্দ করা অর্থের সঙ্গে যোগ হবে। ইউক্রেনের জন্য অতিরিক্ত লং রেঞ্জ অ্যান্টি-এয়ারক্রাফ্ট সিস্টেমের মার্কিন সহায়তার কথাও ঘোষণা করেন বাইডেন। আমেরিকার তরফে জানানো হয়েছে, “এই অর্থ আমাদের প্রতিরক্ষা বিভাগ থেকে দেওয়া হবে। ইউক্রেনের সামরিক বাহিনীকে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে তাদের সাহায্য করার জন্য এটি সরাসরি সরঞ্জাম হস্তান্তর।” 

আমেরিকা আগে বলেছিল ইউক্রেনকে সরাসরি সামরিক সাহায্য করতে পারবে না আমেরিকা। তবে এছাড়া বাকি সবরকমভাবে পাশে থাকার বার্তা দিয়েছিলেন বাইডেন। অন্যদিকে জার্মানি ও কানাডা সহ একাধিক দেশ সরাসরি সামরিক সরঞ্জাম দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে। এই পরিস্থিতিতে আমেরিকার অবস্থান নিয়ে বিতর্ক উঠেছিল। এবার সেই বিতর্কে জল ঢালল মার্কিন মুলুক।

প্রসঙ্গত, মার্কিন কংগ্রেসে গত বৃহস্পতিবার একটি বিল পাস হয়। সেখানে জানানো হয়েছে মানবিক ও সামরিক সহায়তা যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনকে প্রায় ১৪ বিলিয়ন ডলার সাহায্য করা হবে। সিনেট ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার এক বিবৃতিতে বলেছিলেন, “আমরা ইউক্রেনকে সমর্থন করার প্রতিশ্রুতি রক্ষা করছি। তাঁরা শয়তান ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে তাঁদের জীবনের জন্য লড়াই করছে। প্রায় ১৪ বিলিয়ন ডলার জরুরি সাহায্যের সাথে, কংগ্রেস প্রশাসন প্রাথমিকভাবে যা অনুরোধ করেছিল তার দ্বিগুণেরও বেশি অনুমোদন করবে।”