UP Election 2022: কৃষকদের ভোট দখলে জাঠ সম্প্রদায়ের সঙ্গে বৈঠক শাহের

আসন্ন বিধানসভার নির্বাচনে কোনও কমতি রাখতে চায়না বিজেপি। ইতিমধ্যেই নির্বাচনী প্রচার শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে কৃষকদের ভোট নজরে রেখে নানা কর্মসূচী নিচ্ছে কেন্দ্রীয় সরকার।…

UP Election 2022: কৃষকদের ভোট দখলে জাঠ সম্প্রদায়ের সঙ্গে বৈঠক শাহের

আসন্ন বিধানসভার নির্বাচনে কোনও কমতি রাখতে চায়না বিজেপি। ইতিমধ্যেই নির্বাচনী প্রচার শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে কৃষকদের ভোট নজরে রেখে নানা কর্মসূচী নিচ্ছে কেন্দ্রীয় সরকার। বুধবার নয়া দিল্লিতে জাঠ সম্প্রদায়ের সঙ্গে একটি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সূত্রের খবর, বুধবার এক বিজেপি সাংসদের নয়া দিল্লির বাসভবনে জাঠদের সাথে বৈঠক করেন অমিৎ শাহ। বৈঠক শেষে তাঁর থেকে ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে। শাহ এদিন জানিয়েছেন, ‘বিজেপি যেমন দেশের জন্য ভাবে জাঠরা ভাবে অন্যের জন্য। জাঠ ও বিজেপি উভয়েই দেশ ও দেশবাসীর নিরাপত্তার কথা ভাবে। যেকোনও পরিস্থিতিতে জাঠ বিজেপিকে সহায়তা করেছে।

আরও পড়ুন: UP Election 2022: ‘লাঠি দিয়ে মারুন’, মন্তব্যের জেরে ভোটের আগে ঘোর বিতর্কে বিজেপি

Advertisements

গত একবছর ধরে তিন কৃষি আইন বাতিলের দাবিতে দেশজুড়ে কৃষক আন্দোলন চালিয়েছে কৃষক সংগঠন। এই আন্দোলনে জাঠরা কৃষকদের সমর্থন জানিয়েছিল। গত বছর শীতকালীন অধিবেশনে কৃষকদের দাবি মেনে তিন কৃষি আইন বাতিল করে মোদী সরকার। এরপরেও কৃষকদের একাংশ কেন্দ্রের বিরুদ্ধে ক্ষুব্ধ। কিন্তু আগামী মাসেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটারদের একটা বড় অংশ কৃষকরা রয়েছেন। ভোটে তাদের গুরুত্ব অনেক। কিন্তু কৃষকদের বিরোধী মনোভাব বিজেপির জন্য সুবিধার নয়। তাই জাঠদের সাথে কথা বলে পরিস্থিতি সামাল দিতে চায় কেন্দ্র।

অন্যদিকে, জাঠদের তরফে বৈঠকে কয়েকটি দাবি জানানো হয়েছে। চৌধুরী চরণ সিংকে ভারতরত্ন উপাধিতে ভূষিত করার আবেদনের পাশাপাশি জাঠদের জন্য সংরক্ষণ ও উত্তরপ্রদেশ সরকারে জাঠদের প্রতিনিধিত্ব দাবি করা হয়েছে। আগামী মাস থেকে উত্তরপ্রদেশে শুরু হচ্ছে নির্বাচন প্রক্রিয়া। যোগীরাজ্যে নির্বাচন চলবে সাত দফায়।