ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজে BCCI ভারতীয় দল ঘোষণা করল

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) আসন্ন ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরের ভেন্যুতে আগেই পরিবর্তন ঘোষণা করেছে। ওয়েস্ট ইন্ডিজ এখানে তিনটে ওয়ানডে ম্যাচ এবং…

team-india

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) আসন্ন ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরের ভেন্যুতে আগেই পরিবর্তন ঘোষণা করেছে। ওয়েস্ট ইন্ডিজ এখানে তিনটে ওয়ানডে ম্যাচ এবং সমসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আসবে, চলতি বছরের আগামী ফেব্রুয়ারি মাসে।

বুধবার BCCI ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে এবং সমসংখ্যক টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে টুইট পোস্ট করে। পোস্টে বলা হয়েছে,”অল-ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ODI এবং T20I সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড বেছে নিয়েছে।

   

ভারতের ওডিআই স্কোয়াড হল:
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, শ্রেয়স আইয়ার, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ডি চাহার, শার্দুল ঠাকুর, ওয়াই চাহাল, কুলদীপ যাদব , ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, আবেস খান।

ভারতের টি২০ দলের স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), ইশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্য কুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই, অক্ষর প্যাটেল, যুজেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আভেস খান, হর্ষাল প্যাটেল।

BCCI’র টুইট পোস্টে আরও জানানো হয়েছে,জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সামিকে বিশ্রাম দেওয়া হয়েছে আসন্ন সিরিজে। দ্বিতীয় ওয়ানডে থেকে কেএল রাহুলকে পাওয়া যাবে।রবীন্দ্র জাদেজা হাঁটুর ইনজুরির পরে রিহ্যাবিলিটেশনের চূড়ান্ত পর্যায়ের কারণে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে পাওয়া যাবে না।টি-টোয়েন্টি ফর্ম্যাটের জন্য পাওয়া যাবে অক্ষর প্যাটেলকে।

প্রসঙ্গত, কলকাতার ইডেন গার্ডেনে (Eden Gardens) হবে তিন ম্যাচের টি২০ সিরিজের সবকটি খেলা। প্রেস বিবৃতিতে আগেই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।তিনটি ওয়ানডে এখন নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদে।

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আসন্ন এই সিরিজটি ৬টি ভেন্যুর পরিবর্তে দুটি ভেন্যুতে করার সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, সাম্প্রতিক কোভিড-১৯ ভাইরাসের নতুন প্রজাতি ‘ওমিক্রনে’র বাড়বাড়ন্তের জেরে।

৬,৯,১১ ফেব্রুয়ারি তিন ম্যাচের ওডিআই সিরিজ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এবং তিন ম্যাচের টি২০ সিরিজ হবে কলকাতার ইডেন গার্ডেনে ১৬,১৮,২০ ফেব্রুয়ারি।