UP Election 2022: ‘লাঠি দিয়ে মারুন’, মন্তব্যের জেরে ভোটের আগে ঘোর বিতর্কে বিজেপি

উত্তরপ্রদেশ নির্বাচনে প্রচারে বেরিয়েই বিতর্কে জড়াল বিজেপি। সম্প্রতি এক বিধায়কের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যোগীরাজ্যের বিধায়ক তথা বিজেপি প্রার্থী মহেশ ত্রিবেদী নির্বাচনী প্রচারে বেরিয়ে…

উত্তরপ্রদেশ নির্বাচনে প্রচারে বেরিয়েই বিতর্কে জড়াল বিজেপি। সম্প্রতি এক বিধায়কের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

যোগীরাজ্যের বিধায়ক তথা বিজেপি প্রার্থী মহেশ ত্রিবেদী নির্বাচনী প্রচারে বেরিয়ে একটি জনসভায় বক্তৃতা দেন। সেখানে সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অত্যাচারীদের লাঠি দিয়ে পিটিয়ে মারুন, গুলি করে শেষ করে দিন। বাকি পরিস্থিতি বুঝে নেওয়ার জন্য আমি আছি। অত্যাচার শেষ করার সাজা কেউ পাবেনা।’

আরও পড়ুন: বাজেট অধিবেশনের রণনীতি তৈরিতে সাংসদদের সঙ্গে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

মন্তব্যে কারোর নাম উল্লেখ করেননি বিজেপি বিধায়ক। কিন্তু ওয়াকিবহাল মহলের মতে, নিজের নির্বাচনী কেন্দ্রের বিরোধী প্রার্থী কংগ্রেসের উদ্দেশ্যেই এই কথা বলেছেন তিনি। ভিডিও ভাইরাল হতেই বিধায়ক ও তাঁর দলের তীব্র নিন্দা করেছে সমাজবাদী পার্টি। টুইট করে নির্বাচন কমিশনের কাছে বিজেপির এহেন আচরণের শাস্তি দাবি করেছে তারা। এই প্রথম নয়, এর আগেও সমালোচনাকে সঙ্গী করেছেন বিজেপি বিধায়ক।

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে। রাজনৈতিক দলগুলি প্রস্তুতি শুরু করেছে। এর মধ্যে উত্তরপ্রদেশের নির্বাচনের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। বিজেপি ক্ষমতা ধরে মরিয়া, কংগ্রেস সহ বিরোধী দলগুলি ক্ষমতা দখলের যাবতীয় প্রচেষ্টা চালাচ্ছে।