Ukraine War: মৃত্যুমিছিল বন্ধ করতে পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে (Ukraine War) জয় হাসিল করতে মরিয়া হয়ে উঠছে রাশিয়া। মঙ্গলবার ইউক্রেনের খেরসন শহরে রাশিয়ার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন কিছু মানুষ। সেই নিরীহ মানুষের…

Zelensky wants a meeting with Putin

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে (Ukraine War) জয় হাসিল করতে মরিয়া হয়ে উঠছে রাশিয়া। মঙ্গলবার ইউক্রেনের খেরসন শহরে রাশিয়ার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন কিছু মানুষ। সেই নিরীহ মানুষের উপরেও রুশ সেনা গ্রেনেড হামলা চালিয়েছে বলে ইউক্রেন সরকারের দাবি।

একটি ভিডিওতে দেখা গিয়েছে কিছু নিরীহ মানুষের উপর গুলি ও গ্রেনেড হামলা চালাচ্ছে রুশ সেনা। প্রাণভয়ে যে যেদিকে পারছে ছুটে পালাচ্ছে। ঘটনার পর ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, স্বাধীনতার দাবিতে এদিন খেরসন শহরে কিছু মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই শান্তিপূর্ণ সমাবেশে উপরেও রাশিয়া নির্বিচার গুলি চালিয়েছে। একই কথা বলেছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রি কুলেবা। জেলেনস্কি বলেছেন, এই রক্তস্রোত ও মৃত্যু মিছিল বন্ধ করতে তিনি অবিলম্বে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চান।

আল জাজিরা সংবাদ মাধ্যমের দাবি, জেলেনস্কি পুতিনের সঙ্গে যেকোনো ধরনের বৈঠকে বসতে রাজি আছেন। এমনকী, তিনি পুতিনের সঙ্গে মুখোমুখি বসতেও রাজি আছেন। তবে কোনও অবস্থাতেই নিজেদের অবস্থান থেকে সরবেন না বলেও জেলেনস্কি জানিয়ে দিয়েছেন।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন আশঙ্কা করছেন, ২৭ দিন যুদ্ধের পরেও ইউক্রেন বিজয় করতে না পেরে মরিয়া হয়ে উঠেছেন পুতিন। জয় হাসিল করতে ইউক্রেনের বিরুদ্ধে এবার পুতিন বাহিনী রাসায়নিক অস্ত্র প্রয়োগ করতে পারে। রাশিয়া যেভাবে নিরীহ মানুষের উপর হামলা চালাচ্ছে, স্কুল বা হাসপাতালে উপর বোমা ফেলেছে তা অমানবিকতার এক চরম দৃষ্টান্ত।

ইউক্রেন ইস্যু নিয়ে ভারতের অবস্থানের সমালোচনা করছেন বাইডেন। তিনি বলেন, আমেরিকার মিত্র দেশগুলির মধ্যে একমাত্র ভারতই ইউক্রেন নিয়ে কোনও দৃঢ় অবস্থান নিতে পারেনি। বাইডেন এদিন পুতিনকে কটাক্ষ করে বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভেবেছিলেন তিনি ন্যাটোকে ভাঙতে পারবেন। কিন্তু ভাঙা তো দূরের কথা বাস্তবে ন্যাটো আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়েছে।

ইউক্রেনের বিদেশমন্ত্রক দাবি করেছে, রাশিয়া ২৩৮৯ জন শিশুকে অপহরণ করেছে। এখনও পর্যন্ত ৬৫১ টি আবাসন ও ৩৭৮০ বাড়ি ধ্বংস করেছে। অন্যদিকে রাষ্ট্রসঙ্ঘ জানিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৩৪ লক্ষ মানুষ ইউক্রেনের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। জেলেনস্কি এদিন স্পষ্ট ভাষায় বলেছেন, কোনও অবস্থাতেই তাঁরা আত্মসমর্পণ করবেন না। শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।

জানা গিয়েছে, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী কিয়েভে একটি শপিংমল সম্পূর্ণ ধ্বংস হয়েছে। রাশিয়ার দাবি, ওই শপিংমলের ভিতর রকেট লুকিয়ে রাখত ইউক্রেন। অন্যদিকে রুশ সেনা মারিউপোল শহর অবরুদ্ধ করে রাখায় সেখানকার বাসিন্দারা খাবার ও পানীয় জলের সঙ্কটে পড়েছেন। এদিন লুহানস্ক শহরে বোমা হামলায় একটি শিশু হাসপাতালে আগুন ধরে যায়। এর ফলে বেশ কয়েকজন শিশু ও রোগী আহত হয়েছেন।

গুজব ছড়িয়েছে যে, রাশিয়ার কিছু প্রভাবশালী মানুষ পুতিনকে খুন করার পরিকল্পনা করছেন। কারণ তাঁরা পুতিনের যুদ্ধ নীতির তীব্র বিরোধী। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করায় আন্তর্জাতিক মহল মস্কোর বিরুদ্ধে একাধিক বিধিনিষেধ জারি করেছে। এই বিধিনিষেধের ফলে চরম সঙ্কটের মুখে পড়েছে রাশিয়ার শিল্প-বাণিজ্য।

এরইমধ্যে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ তাঁর পদক নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। ওই পদক বিক্রি করে পাওয়া অর্থ তিনি ইউক্রেনকে সাহায্য করতে চান।