Ukraine War: ‘কালো চামড়ার লোকেরা হেঁটে যাও,’ বর্ণবিদ্বেষে অভিযুক্ত ইউক্রেন পুলিশ

দু’দিন পর কী হবে তার নেই ঠিক, এর মধ্যেও বর্ণবিদ্বেষ চলছে। ইউক্রেনে থাকা বহু আফ্রিকান নাগরিক চরম লাঞ্ছিত হচ্ছেন। (Ukraine War) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে সেই…

Ukraine War: 'কালো চামড়ার লোকেরা হেঁটে যাও,' বর্ণবিদ্বেষে অভিযুক্ত ইউক্রেন পুলিশ

দু’দিন পর কী হবে তার নেই ঠিক, এর মধ্যেও বর্ণবিদ্বেষ চলছে। ইউক্রেনে থাকা বহু আফ্রিকান নাগরিক চরম লাঞ্ছিত হচ্ছেন। (Ukraine War) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে সেই দৃশ্য। বেশিরভাগ আফ্রিকান নাইজেরীয়। তাদের সঙ্গে বর্ণবিদ্বেষমূলক আচরণ করার ভিডিও বিশ্ব জুড়ে শোরগোল ফেলে দিল।

এই আফ্রিকানরা ইউক্রেন ছেড়ে প্রতিবেশি কোনও দেশ বা রাশিয়ার দিকে চলে যেতে প্রস্তুত। নাইজেরিয়া সরকার জানিয়েছে, এই সংখ্যাটা কমরক্ষে ৪ হাজার। অভিযোগ, প্রবল যুদ্ধের মাঝেও ইউক্রেনের পুলিশের তরফে আফ্রিকানদের সঙ্গে অশালীন ব্যবহার করা হচ্ছে। যদিও এই বিষয়ে ইউক্রেন সরকার নীরব।

এর আগে ইউক্রেন থেকে ফিরতে চাওয়া ভারতীয় নাগরিকদের সঙ্গে চরম বৈষম্যমূলক আচরণ করে রোমানিয়া ও পোলান্ডের সীমান্তরক্ষীরা। বারবার ভারতীয়দের লাথি মারার অভিযোগ উঠেছে। সেই ভিডিও হয়েছে ভাইরাল।

এবার লাঞ্ছিত নাইজেরিয়ার প্রবাসী নাগরিকরা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানালেন। সেই ভিডিও আফ্রিকার সব দেশে আলোড়ন ফেলে দিল।

Advertisements

বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে। নাইজেরিয়ার পড়ুয়ারা ভিডিও বার্তায় বলেছেন, ইউক্রেনীয় পুলিশ চরম অমানবিক আচরণ করছে। তারা বলছে, কালো চামড়ার লোক তোমরা বাস নয় হেঁটে চলে যাও। কিছুক্ষেত্রে গায়ে হাত তোলারও অভিযোগ এসেছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভের সামরিক কেন্দ্রগুলিতে হামলা হবে। শহরের বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার টেকনোলজিক্যাল সেন্টার ও স্পেশাল অপারেশন ইউনিটে উচ্চ পর্যায়ের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা। বিবৃতিতে আরও বলা হয়, আমরা ইউক্রেনের বাসিন্দাদের অনুরোধ জানাই, যারা রাশিয়ার বিরুদ্ধে উস্কান্কে জাতীয়তাবাদীদের দ্বারা ব্যবহৃত হচ্ছেন এবং কিয়েভের বাসিন্দা যারা রিলে স্টেশনের পাশে বসবাস করেন তারা যেন ঘর ছেড়ে যান।