Ukraine War: রক্তাক্ত মারিউপোল শহরে পুতিনের রাজনৈতিক কার্যালয় শুরু

Ukraine war

ইউক্রেনের মারিউপোল শহরে কার্যালয় খুলেছে রাশিয়ার সরকারে থাকা দল ইউনাইটেড রাশিয়া পার্টি। রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে এই শহরে গণহত্যা (Ukraine War) চালানো হয়েছে বলে অভিযোগ। তবে মারিউপোল শহর এখন ইউক্রেনের নিয়ন্ত্রণে নেই। আল জাজিরা জানাচ্ছে,মারিউপোলের মেট্রো শপিং সেন্টারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দলের অফিস খোলা হয়েছে।

মারিউপোলের বাসিন্দারা জানান, এই অফিস থেকে পুতিনের পার্টির সংবাদপত্র বিতরণ করা হয়। সেইসঙ্গে রাশিয়ার জন্য আন্দোলন করে এবং ফিনিক্স মোবাইল অপারেটরের কার্ডও জারি করে। এই অফিস ২০১৪ সাল থেকে ডোনেতস্ক অঞ্চল থেকে কাজ করে আসছে।  

   

তবে ইউক্রেনের রাজধানী কিয়েভ শহর এখনও লড়াই করছে। এখানে রুশ সেনা ঢুকতে পারেনি। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা, চলতি মাসের মধ্যে কিয়েভ দখল করবেন পুতিন। যুদ্ধকে দীর্ঘায়িত করার পিছনে রাশিয়া আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীল পরিবেশ কায়েম করতে চাইছে। এক্ষেত্রে তারা সফল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন