Ukraine War: কবে যুদ্ধ শেষ করবে রাশিয়া? দিনক্ষণ জানালেন ইউক্রেনের গোয়ান্দারা

আর কয়েকদিন। তারপরই ইউক্রেন থেকে সামরিক বাহিনী গুটিয়ে নিতে চায় রাশিয়া। ৯ মে-র মধ্যে যুদ্ধ শেষ করতে চান পুতিন। সম্প্রতি ইউক্রেনের সেনাবাহিনীর তরফে এই দাবি…

আর কয়েকদিন। তারপরই ইউক্রেন থেকে সামরিক বাহিনী গুটিয়ে নিতে চায় রাশিয়া। ৯ মে-র মধ্যে যুদ্ধ শেষ করতে চান পুতিন। সম্প্রতি ইউক্রেনের সেনাবাহিনীর তরফে এই দাবি করা হয়েছে।

কিয়েভ ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত এক খবর অনুসারে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের গোয়েন্দা সূত্র এই দাবি করেছে। তারা জানিয়েছে যে রুশ সেনাদের বলা হচ্ছে যে ৯ মে-র মধ্যে যুদ্ধ শেষ করতে হবে। তারিখটি নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয় দিবস হিসেবে রাশিয়ায় ব্যাপকভাবে পালিত হয়।

এদিকে, ইউক্রেনের কয়েক হাজার অসামরিক নাগরিককে জোর করে রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রুশ বাহিনীর বিরুদ্ধে। ইউক্রেন মনে করছে কিয়েভ দখলের জন্য তাদের মধ্যে কয়েকজনকে জামিন হিসাবে ব্যবহার করা হতে পারে। ইউক্রেনের ন্যায়পাল লিউডমিলা ডেনিসোভা জানিয়েছে, ৮৪ হাজার শিশু সহ ৪ লক্ষ ২ হাজার জনকে তাদের ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে। তবে ক্রেমলিনের তরফে জানানো হয়েছে তারা স্বেচ্ছায় রাশিয়ায় যেতে চেয়েছিল।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পশ্চিমে মিত্রশক্তিরা রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা জারি করার পরিকল্পনা করছে। পাশাপাশি ইউক্রেনকে মানবিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে তারা। পশ্চিমের দেশগুলির কাছে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির আরও শক্তিশালী সামরিক সহায়তার অনুরোধ করেছেন।