China plane crash: মিলল দ্বিতীয় ব্ল্যাকবক্স, ফ্লাইট রেকর্ডার

২১ মার্চ পাহাড়ে ভেঙে পড়ে চিনের বিমান। কিছুদিন আগেই তার ব্ল্যাকবক্স খুঁজে পেয়েছে উদ্ধারকারী দল। এবার ভেঙে পড়া বিমান থেকে মিলল দ্বিতীয় ব্ল্যাক বক্স এবং…

২১ মার্চ পাহাড়ে ভেঙে পড়ে চিনের বিমান। কিছুদিন আগেই তার ব্ল্যাকবক্স খুঁজে পেয়েছে উদ্ধারকারী দল। এবার ভেঙে পড়া বিমান থেকে মিলল দ্বিতীয় ব্ল্যাক বক্স এবং ফ্লাইট ডেটা রেকর্ডার।

টুইটারে চিনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স 600115.SS-এর দ্বিতীয় ব্ল্যাক বক্স এবং ফ্লাইট ডেটা রেকর্ডার পাওয়া গিয়েছে। এর আগে বুধবার, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বিমানের অন্য ব্ল্যাক বক্সটি পাওয়া গিয়েছে বলে জানিয়েছিল রয়টার্স।

প্রসঙ্গত, চিনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতি অনুসারে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং 737 বিমানটি কুনমিং থেকে ছেড়েছিল। সোমবার , ২১ মার্চ গুয়াংজুতে যাচ্ছিল সেটি। কিন্তু উঝো শহরের তেংজিয়ান কাউন্টির মোলাং গ্রামের কাছে একটি পাহাড়ি এলাকায় তা ভেঙে পড়ে। ফ্লাইটটি দুপুর ২ টো বেজে ২০ মিনিটে দিকে একটি ডাইভে প্রবেশ করে। FlightRadar24 এই তথ্য দিয়েছে। যদিও, দুর্ঘটনার কারণ এখনও অজানা।

বিমানে ১২৩ জন যাত্রী ছিলেন। এছাড়া ছিলেন ৯ জন ক্রু মেম্বার। সকলেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। চিনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভির মতে, চায়না ইস্টার্ন প্লেনের বিক্ষিপ্ত ধ্বংসাবশেষে কাউকে জীবিত পাওয়া যায়নি। চিনা প্রেসিডেন্ট শি জিনপিং অবিলম্বে জরুরি প্রতিক্রিয়া, সর্বাত্মক অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা শুরু করার নির্দেশ দিয়েছেন।