Ukraine War: রুশ সেনার ‘দখলে’ মারিউপোল, জনবহুল এলাকায় বিস্ফোরণ

Russia Ukraine

রুশ দখল কিনা পুরো নিশ্চিত নয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগূলি। তবে ইউক্রেনের (Ukraine War) অন্যতম শহর মারিউপোল রাশিয়ার কব্জায় যাচ্ছে এটি নিশ্চিত মার্কিন যুক্তরাষ্ট্র।

Advertisements

বিবিসির খবর, ইউক্রেনের দক্ষিণের বন্দরনগরী মারিউপোলে পৌঁছেছে রুশ বাহিনী। মারিউপোলের মেয়র ভাদিম বয়চেঙ্কোকে উদ্ধৃত করে এমন তথ্য জানায় বিবিসি। মেয়র জানান, শহরে এখন রুশ সামরিক বাহিনীকে প্রতিহয় করছে ইউক্রেনীয় সেনা এছাড়াও মারিউপোলে রুশ বাহিনীর ঢুকে পড়ার কথা নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম।

   

এর আগে মুহুর্মুহু গোলাবর্ষণে অবরুদ্ধ হয়ে পড়েছিল মারিউপোল শহর। হামলা ও বিস্ফোরণ অব্যাহত থাকায় উদ্ধার কাজ চালানো যাচ্ছে না। শহরের উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কাজ করার সময় বাধার সম্মুখীন হচ্ছেন। জানাচ্ছে রয়টার্স।

Advertisements

গত বুধবার রাশিয়ার বিমান হামলায় থিয়েটার ভবনে আঘাত হানে রাশিয়ান রকেট। এতে থিয়েটারটি ধ্বংসস্তূপে পরিণত হয়।  প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এখন পর্যন্ত ১৩০ জনকে ধংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনো সেখানে শতাধিক মানুষ আটকে রয়েছেন।