Mini: দোলপূর্ণিমায় মিমিকে নিয়ে সুখবর দিলেন মৈনাক ভৌমিক

দোলপূর্ণিমায় প্রকাশ্যে এল মৈনাক ভৌমিকের ছবি ‘মিনি’র (Mini) অফিশিয়াল পোস্টার।মাস কয়েক আগেই শেষ হয়েছে ছবির শ্যুটিং।কিন্তু করোনা পরিস্থিতিতে ছবি মুক্তি পায়নি।সম্পূর্ণা লাহিড়ী এবং রাহুল ভঞ্জের…

mini-mimi

দোলপূর্ণিমায় প্রকাশ্যে এল মৈনাক ভৌমিকের ছবি ‘মিনি’র (Mini) অফিশিয়াল পোস্টার।মাস কয়েক আগেই শেষ হয়েছে ছবির শ্যুটিং।কিন্তু করোনা পরিস্থিতিতে ছবি মুক্তি পায়নি।সম্পূর্ণা লাহিড়ী এবং রাহুল ভঞ্জের ‘স্মল টক আইডিয়াস’-এর প্রযোজনায় তৈরি হয়েছে মিনি।

ছবিতে মিমি চক্রবর্তী ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিঠু চক্রবর্তী,সপ্তর্ষি মৌলিক এবং কমলিকা বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা। ছবিতে শিশু শিল্পী হিসেবে কাজ করছেন অয়ন্যা চট্টোপাধ্যায়।দুই অসমবয়সী বন্ধুর গল্প দেখাবে এই ছবি।

   

সম্পর্কে দুই বন্ধু হলেন মাসি ও বোনঝি মানে তিতলি ও মিনি। তাদের দুজনের মধ্যে একজন চায় অনেকটা লম্বা হতে আর অপরজন চায় অনেক বড় হতে। মিনি ও তিতলিকে কেন্দ্র করে ছবির গল্প। ছবিতে মিনির ভূমিকায় অভিনয় করবেন অয়না চট্টোপাধ্যায় এবং তিতলির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিমিকে।

মিমির পোস্টার দেখে ইতিমধ্যেই ছবি ঘিরে দর্শকদের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়েছে।চলতি বছরের ৬ মে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।