Ukraine War: ইউক্রেনের বিদ্যালয়ে ভয়াবহ রুশ হামলায় নিহত কমপক্ষে ৬০

রুশ প্রেসিডেন্ট পুতিন কি পাগল হয়ে গেছেন? এমনই প্রশ্ন আবার উঠল। কারণ, ইউক্রেনের একটি বিদ্যালয়ে রুশ সেনার হামলায় (Ukraine War) কমপক্ষে নিহত ৬০ জন। বিবিসি…

Ukraine War: ইউক্রেনের বিদ্যালয়ে ভয়াবহ রুশ হামলায় নিহত কমপক্ষে ৬০

রুশ প্রেসিডেন্ট পুতিন কি পাগল হয়ে গেছেন? এমনই প্রশ্ন আবার উঠল। কারণ, ইউক্রেনের একটি বিদ্যালয়ে রুশ সেনার হামলায় (Ukraine War) কমপক্ষে নিহত ৬০ জন। বিবিসি জানাচ্ছে, আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কারণ, ধসে যাওয়া ওই বিদ্যালয়ের নিচে কতজন চাপা পড়ে আছেন তা জানা যায়নি।

Advertisements

আল জাজিরার খবর, পূর্ব ইউক্রেনের লুহানস্কে একটি স্কুলে বোমা হামলায় অনেকে মারা গেছে। লে আশংকা করা হচ্ছে। সেখানে ইউক্রেনের বাহিনীর সঙ্গে রুশ সেনা ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী জোটের লড়াই চলছে।

   

বিবিসির খবর,  লুহানস্কের গভর্নর সেরহি হাইডাই জানিয়েছেন, বিলোহোরিভকার কাছে এই বিদ্যালয়ে বোমা হামলা চালায় রুশ সেনা। সেখানে প্রায় ৯০ জন আশ্রয় নিয়েছিল। একটি রুশ বিমান থেকে শনিবার এই বোমা ফেলা হয়।

Advertisements

বিস্ফোরণে  ভবনটি ধসে যায় এবং আগুন ধরে যায়। দমকল কর্মীরা তিন ঘণ্টা ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন লুহানস্কের গভর্নর।তিনি বলেন, গ্রামবাসীরা  বিদ্যালয়ের বেসমেন্টে  আশ্রয় নিয়েছিল। ভবনটির ধ্বংসাবশেষ সরানোর পরই কেবল সেখানে আসলে কত লোক নিহত হয়েছে তা জানা সম্ভব হবে।

রয়টার্সের খবর, লুহানস্কে রুশ সেনা এবং রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা  ইউক্রেনের সরকারি সেনাদের বিরুদ্ধে তীব্র লড়াই চালাচ্ছে। গত দুমাস ধরেই সেখানে তারা চেষ্টা করছে ইউক্রেনের সরকারি সেনাদের চারিদিক থেকে ঘেরাও করে ফেলতে। বিলোহোরিভকা এলাকাটি ইউক্রেনের সরকারি বাহিনী নিয়ন্ত্রিত শহর সেভেরোদোনেৎস্ক শহরের কাছে। শনিবার তীব্র লড়াই চলছিল।