Indian Football : এবার পাশে দাঁড়াতে চলেছে মারাদোনার ছেলেবেলার প্রশিক্ষণ কেন্দ্র

Indian Football : ভারতে তৃণমূল স্তরে ফুটবলার তৈরি করতে এগিয়ে এসেছে আর্জেন্টিনার নামকরা অ্যাকাডেমি। দক্ষিণ ভারতে উন্নত মানের প্রশিক্ষণ কেন্দ্র শুরু করতে চলেছে Argentinos Juniors।…

football

Indian Football : ভারতে তৃণমূল স্তরে ফুটবলার তৈরি করতে এগিয়ে এসেছে আর্জেন্টিনার নামকরা অ্যাকাডেমি। দক্ষিণ ভারতে উন্নত মানের প্রশিক্ষণ কেন্দ্র শুরু করতে চলেছে Argentinos Juniors। দিয়েগো মারাদোনা, জন রিকোয়েলমের মতো কিংবদন্তিরা এক সময় ছিলেন আর্জেন্টিনার এই অ্যাকাডেমিতে।

চলতি বছর সেপ্টেম্বরে আর্জেন্টিনস জুনিয়রের পথ চলা শুরু হবে ভারতে। প্রশিক্ষণ কেন্দ্রের নাম দেওয়া হবে Malabar Sports and Recreation Foundation (MSRF)। দশ থেকে আঠারো বছর বয়সী তরুণ প্রতিভাদের জাতীয় স্তরে তুলে নিয়ে আসার জন্য ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করবে আর্জেন্টিনার এই অ্যাকাডেমি।

ভারতীয় খেলোয়াড়, কোচ কিংবা কোচিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরামর্শ দেবেন আর্জেন্টিনার ক্লাবের দুই পরামর্শদাতা। মে মাসের ১০ তারিখে কোঝিকোরে চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। উপস্থিত থাকবেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি ভিক্টর মঞ্জিল। প্রথম পর্যায়ে ১২৫ জন খেলোয়াড়কে প্রশিক্ষণ দেওয়া হবে।

ভারতের শুরু হতে চলা এই অ্যাকাডেমির ম্যানেজিং এবং সিইও সঞ্জীব বাবু কুরুপ বলেছেন, ‘তৃণমূল স্তরে কাজ করা আমাদের প্রধান লক্ষ্য। কম বয়সী খেলোয়াড়দের তুলে এনে ২০৩১ এর অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ এবং ২০৩৪ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করার লক্ষ্যে নামনে অ্যাকাডেমি।’