ISL Final Blow: আইএসএল ফাইনালে অনিশ্চিত এই বাগান ফুটবলার

এবার নিজেদের ঘরের মাঠে শক্তিশালী ওডিশা এফসিকে হারিয়ে আইএসএল ফাইনালে (ISL Final) উঠে গিয়েছে মোহনবাগান ( Mohun Bagan) সুপারজায়ান্টস ফুটবল দল। যা নিঃসন্দেহে খুশি করেছে…

Armando Sadiku with Jason Cummings

এবার নিজেদের ঘরের মাঠে শক্তিশালী ওডিশা এফসিকে হারিয়ে আইএসএল ফাইনালে (ISL Final) উঠে গিয়েছে মোহনবাগান ( Mohun Bagan) সুপারজায়ান্টস ফুটবল দল। যা নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের। গতবারের মতো এবারও টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করল মেরিনার্সরা।

রবিবার এই দ্বিতীয় লেগের ম্যাচে গোল পেয়েছেন অজি ফুটবলার জেসান কামিন্স এবং ভারতীয় মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ। সাহালের করা শেষ মুহূর্তের গোলের পর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবের। যারফলে, খালি হাতেই এবারের এই ফুটবল মরশুম শেষ করতে হল সার্জিও লোবেরার দলকে।

   

উল্লেখ্য, প্রথম লেগের সেমিফাইনালে পিছিয়ে থেকেও জয় সুনিশ্চিত করেছিল ওডিশা। রয় কৃষ্ণার করা গোলে কলিঙ্গ স্টেডিয়ামের সেই ম্যাচে জিতে ছিল ওডিশা। যারফলে, সেমিফাইনাল থেকে ফাইনালে যেতে হলে ঘরের মাঠে অন্তত দুইটি গোল করতে হতো মোহনবাগান দলকে। সেই মতো প্রথম থেকেই আক্রমণের ধার বাড়াতে থাকে বাগান ব্রিগেড। খেলার মাত্র ২২ মিনিটের মাথায় আসে প্রথম গোল। তারপর থেকে ঘনঘন আক্রমণ করতে থাকে সবুজ-মেরুন ব্রিগেড।

কিন্তু প্রতিপক্ষ দলের দাপুটে গোলরক্ষক অমরিন্দর সিংয়ের হাতে আটকে যেতে হয় বারংবার। তবে দ্বিতীয়ার্ধ থেকে পুনরায় আক্রমণ শানাতে শুরু করে লিস্টনরা। কিন্তু ওডিশার জমাট বাঁধানো রক্ষণ ভাঙতে যথেষ্ট বেগ পেতে হয় তাদের। তাছাড়া সময় সুযোগ মতো প্রতি আক্রমণে উঠে আসতে শুরু করে মরিসিওরা। কিন্তু কাজের কাজ হয়নি।

শেষ পর্যন্ত জয় সুনিশ্চিত করে ফেলে গতবারের আইএসএল জয়ীরা। গতবারের পর এবারও এই খেতাব জয়ের হাতছানি মেরিনার্সদের। তবে ফাইনাল ম্যাচে হয়তো খেলতে পারবেন না আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। বলাবাহুল্য, সেমিফাইনালের প্রথম লেগে লাল কার্ড দেখার দরুন রবিবার যুবভারতীতে খেলতে পারেননি তিনি। তবে এই তারকার অনুপস্থিতিতে ও যথেষ্ট ভাল পারফরম্যান্স থেকেছে বাগানের। কিন্তু সাদিকুর মতো ফুটবলারকে তিন ম্যাচের জন্য নিষেধাজ্ঞার মুখে পড়তে হলে তা নিঃসন্দেহে চিন্তায় রাখতে পারে দলের কোচকে।