Ukraine War: যুদ্ধবিরতির আড়ালে আরও ভয়াবহ হামলার ছক পুতিনের

আচমকা সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া যে চমক দিল তার পিছনে কী কারণ? এই নিয়ে বিশ্ব জুড়ে কৌতুহল। রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে,  ইউক্রেনের বিরুদ্ধে…

আচমকা সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া যে চমক দিল তার পিছনে কী কারণ? এই নিয়ে বিশ্ব জুড়ে কৌতুহল। রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে,  ইউক্রেনের বিরুদ্ধে (Ukraine War) সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। রুশ ইউক্রেন সীমান্তের মারিউপোল এবং ভলনোভাখায় হিউম্যান করিডর বানানো হয়েছে। সেখান দিয়ে যারা আসতে চান তাদের ব্যবস্থা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের অনুমান, এই সাময়িক বিরতির পরের ধাপে আরও বড় হামলার পরিকল্পনা রয়েছে রাশিয়ার। এদিকে ইউক্রেনেও একই আলোচনা। রাজধানী কিয়েভ শহর দখল করতে রুশ প্রেসিডেন্ট পুতিন মরিয়া। তিনি সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা করার পিছনে অসামরিক ব্যক্তিদের প্রতি বার্তা দিলেন আরও দ্রুত এলাকা ত্যাগের।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া থেকে অনেকে বেরিয়ে আসতে উদ্বিগ্ন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার শীগগিরই ইউক্রেনের আক্রমণের বিরুদ্ধে বিক্ষোভ মোকাবিলায় নিজ দেশে সামরিক আইন চালু করতে পারেন। পুতিন বিরোধী এই ব্যক্তিরা রুশ জেল এড়াতে চাইছেন।

রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের সীমান্ত ক্রসিং ভ্যালিমা। এলাকাটি হেলসিঙ্কি থেকে ১২০ মাইল পূর্বে। সেখানে পাসপোর্ট এবং কাস্টমস চেকের জন্য বাস এবং গাড়ি থেমে আছে। এসব পরিবহনে থাকা লোকেরা ইউক্রেনীয় নয়। তারা সবাই রাশিয়ান। সংখ্যাটা বেশি না হলেও ক্রমাগত বাড়ছে। এরা রাশিয়া থেকে চলে যাচ্ছেন।