Ukraine War: যুদ্ধক্ষেত্রের জ্যাভলিন চমক, থমকে যাচ্ছে রুশ সেনা

ইউক্রেনে যুদ্ধ (Ukraine War) চলছে। বিশ্বের অন্যতম শক্তিশালী রুশ সেনা প্রবল প্রতিরোধের মুখে। ইউক্রেনীয় সেনার প্রতিরোধ চলছে। এই যুদ্ধে ইউক্রেনের মিসাইল ‘জ্যাভলিন’ বিশেষ আলোচিত। ইউরো…

ইউক্রেনে যুদ্ধ (Ukraine War) চলছে। বিশ্বের অন্যতম শক্তিশালী রুশ সেনা প্রবল প্রতিরোধের মুখে। ইউক্রেনীয় সেনার প্রতিরোধ চলছে। এই যুদ্ধে ইউক্রেনের মিসাইল ‘জ্যাভলিন’ বিশেষ আলোচিত।

ইউরো নিউজ জানাচ্ছে, রুশ সেনার অভিযান শুরুর পর ইউক্রেন জ্যাভলিন অ্যান্টিট্যাঙ্ক মিসাইল ছুঁড়তে শুরু করে। এই মিসাইল আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি। এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনীয়রা সাফল্য পায়। এখন যুদ্ধ প্রতিরোধের প্রতীক জ্যাভলিন মিসাইল

বিশেষজ্ঞরা বলছেন,জ্যাভলিন মিসাইল ওজনে কম। সহজে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতে পারা যায়। প্রায় ৫০ পাউন্ড ওজনের এই মিসাইল ছোড়ার জন্য কোনও লঞ্চারের প্রয়োজন নেই। সহজে লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়। এই মিসাইল ২০১৮ সালে প্রথম পায় ইউক্রেন। ইউরো নিউজের খবর, গত ২৪ ফেব্রুয়ারি রুশ হামলা শুরুর পর ইউক্রেনকে প্রচুর পরিমাণে জ্যাভলিন সরবরাহ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও এস্তোনিয়া।

জ্যাভলিন মিসাইল ইউত্রেন যুদ্ধে এতটাই আলোচিত যে এর চাহিদা এখন তুঙ্গে। বিশ্বজুড়ে জ্যাভলিন নিয়ে চর্চা। বিশাল ট্যাংক মুহূর্তে জ্যাভলিন আঘাতে ধংস হয়ে যায়। সেরকমই একটার পর একটা ঘটনা ঘটছে ইউক্রেনে। রুশ সেনার ট্যাংক বহর রুখতে জ্যাভলিন যেমন ইউক্রেনীয় সেনাবাহিনী ব্যবহার করছে, তেমনই দেশটির জনগণ বেছে নিয়েছেন পুরনো মলোটভ ককটেল বোমা।