Ukraine War: মার্কিন মুলুকে আতঙ্ক, ওয়াশিংটনে আঘাত করতে রুশ মিসাইল সারমাত তৈরি

পরমাণু বোমা বহনকারী রুশ মিসাইল (ক্ষেপণাস্ত্র) এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে আঘাত করতে তৈরি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন বার্তায় প্রবল আতঙ্ক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকে। যদিও পেন্টাগনের ধারণা, পুতিন আর যাই হোন তিনি উত্তর কোরিয়ার একনায়ক শাসক কিম জং উনের মতো মাথা গরম করা লোক নন। ইউক্রেন যুদ্ধের (Ukraine War) প্রেক্ষিতে তিনি এমন করছেন।

সারমাত নামে পরমাণু অস্ত্র বহনকারী মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। রয়টার্স জানিয়েছে, সফল পরীক্ষার পর ভ্লাদিমির পুতিন বলেছেন, সারমাত বিশ্বের যে কোনও দেশের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থাকে ভাঙতে সক্ষম। তিনি এই সারমাত কে ‘বিশ্ব সেরা’ হিসেবে উল্লেখ করেছেন। 

   

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়, এটি চলার পথ পরিবর্তন করে তার লক্ষ্যে আঘাত করতে পারে। এটি উৎক্ষেপণ করতে যে যানটি সাহায্য করে সেটি শব্দের চেয়ে বেশি গতিতে চলে। এর সবকটি ওয়ারহেড আলাদা আলাদা লক্ষে আঘাত হানতে পারে। এতে যে কটি ওয়ারহেড রয়েছে, যে গতিতে এটি যাত্রা করে তাতে সারমাত বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মিসাইল। এটি বিশ্বের সবচেয়ে বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম।

রুশ সংবাদ সংস্থা তাস লিখেছে,  সারমাত যে কটি পরমাণু ‘ওয়ারহেড’ বহন করতে পারে তার ওজন ১০ টনের মতো। ক্ষেপণাস্ত্রটির নিজের ওজন দুশো টন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন